Published : 20 Apr 2023, 04:24 PM
চলতি আইপিএলে নিয়মিত রান করছেন ডেভিড ওয়ার্নার ও লোকেশ রাহুল। তবে তাদের রান করার ধরন নিয়ে উঠছে প্রশ্ন। ধীরগতির ব্যাটিংয়ের জন্য তীব্র সমালোচনা হচ্ছে তাদের। এর মধ্যেই দুজনকে সমাধান দেওয়ার চেষ্টা করেছেন হরভজন সিং।
দিল্লি ক্যাপিট্যালসের জার্সিতে পাঁচ ম্যাচে ৩ ফিফটিতে ২২৮ রান করেছেন ওয়ার্নার। তবে তার স্ট্রাইক রেট স্রেফ ১১৬.৯২। একই দশা রাহুলের। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক ১৯৪ রান করেছেন ১১৪.২১ স্ট্রাইক রেটে।
টুর্নামেন্টে এখন পর্যন্ত অন্তত ১৫০ রান করা ২১ জন ব্যাটসম্যানের মধ্যে ওয়ার্নার ও রাহুলের স্ট্রাইক রেটই সবচেয়ে কম। এমন ব্যাটিংয়ের কড়া সমালোচনা করে বিরেন্দর শেবাগ বলেছেন, ২৫ বলে ৫০ রান (২০০ স্ট্রাইক রেটে) করতে না পারলে আইপিএল খেলাই উচিত নয়।
হরভজন এতটা রুঢ় হননি। ওয়ার্নার ও রাহুলের সামনে তুলে ধরেছেন তিনি ভেঙ্কটেশ আইয়ারের উদাহরণ। গত রোববার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৫১ বলে ১০৪ রানের ইনিংস খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের বাঁহাতি ব্যাটসম্যান।
অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়লেও আগ্রাসী ব্যাটিং থামাননি আইয়ার। ৬ চারের সঙ্গে মারেন ৯টি ছক্কা। যার সৌজন্যে আইপিএল ইতিহাসের প্রথম ম্যাচে ব্রেন্ডন ম্যাককালামের ১৫ বছর পর কোনো সেঞ্চুরিয়ান পায় কলকাতা।
স্টার স্পোর্টসের অনুষ্ঠানে ওয়ার্নার ও রাহুলের সমস্যা সমাধানে আইয়ারের ইনিংসকে উদাহরণ হিসেবে নেওয়ার পরামর্শ দিয়েছেন হরভজন।
“ভেঙ্কটেশ আইয়ার বিশেষ ক্রিকেটার। নিজের প্রথম আইপিএল সেঞ্চুরির মাধ্যমে সে এটি প্রমাণও করেছে। ডেভিড ওয়ার্নার ও লোকেশ রাহুলের মতো ব্যাটসম্যানদের তার ওই ইনিংস থেকে কিছু জিনিস শেখা উচিত।”
“দ্রুত উইকেট পড়ার পর আইয়ার শুধু নিজ দলকে এগিয়ে নেয়নি, সে দুইশর বেশি স্ট্রাইক রেটে রান করেছে।”