আন্তর্জাতিক নৃত্য দিবস আজ
Published : 29 Apr 2025, 06:05 PM
শৈশবে নৃত্যের প্রতি তৈরি হওয়া ভালোলাগা একসময় রুপ নেয় ভালোবাসায়, যা নিয়েই এগিয়ে যেতে চায় নবম শ্রেণিতে পড়ুয়া অদৃষ্টা চাকমা।
সে খাগড়াছড়ি সদরে পরিবারের সঙ্গে থাকে। পড়াশোনা করছে নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলে।
কথায় কথায় সে জানায়, নৃত্যে তার হাতেখড়ি হয় পাঁচ বছর বয়সে। ২০১৮ সাল থেকে সে জেলা, উপজেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ের নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ শুরু করে। আর এরই মাধ্যমে তার ঝুলিতে যুক্ত হয়েছে নানা পুরস্কার।
অদৃষ্টার পরিবারের সবাই নৃত্যের প্রতি তাকে উৎসাহ দেয়, তবে তার মায়ের ভূমিকা সবচেয় বেশি।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সে বলছিল, “নাচ শেখার শুরু থেকেই আমার পরিবার আমাকে অনেক উৎসাহ দিয়েছে। বিশেষ করে আমার মা, যার কারণে আজ আমি এগিয়ে যেতে পারছি। আমার নৃত্যশিক্ষক সাচিং মং মারমার প্রতিও আমি অনেক বেশি কৃতজ্ঞ।”
আদিবাসী নৃত্য, লোকনৃত্য এবং শাস্ত্রীয় নৃত্যের প্রতি তার আগ্রহ বেশি জানিয়ে অদৃষ্টা বলে, “নৃত্য আমার কাছে ভালোলাগার এবং ভালো থাকার একটি কারণ। এর প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধাবোধের কোনো কমতি নেই।”
বিজ্ঞান বিভাগে পড়ুয়া অদৃষ্টা বড় হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছে। তবে পেশাগত জীবনের শত ব্যস্ততার মাঝেও নৃত্যকে জীবনের সেরা সঙ্গী হিসেবেই রাখার পরিকল্পনা তার।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: খাগড়াছড়ি।