দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা সিরিজ
টেস্টে ১৭ ম্যাচেই একশ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেললেন এই লঙ্কান স্পিনার।
Published : 28 Nov 2024, 08:34 PM
প্রাবাথ জায়াসুরিয়ার একটু ঝুলিয়ে দেওয়া বলে স্লগ করলেন টনি ডি জর্জি। অফ স্টাম্পের বাইরের বলে ঠিকমতো টাইমিং করতে পারলেন না তিনি। উঠে গেল বেশ উঁচুতে, ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের ফিল্ডার বল মুঠোয় জমাতেই ভাঙল দক্ষিণ আফ্রিকার শুরুর জুটি। সেই সঙ্গে রেকর্ড বইয়ে জায়গা করে নিলেন শ্রীলঙ্কান স্পিনার।
প্রোটিয়া ওপেনার টেস্টে জায়াসুরিয়ার শততম শিকার। ক্রিকেটের সবচেয়ে পুরোনো সংস্করণে বাঁহাতি বোলারদের মধ্যে তার চেয়ে কম ম্যাচে একশ উইকেট নিতে পারেননি আর কেউ।
১৬ টেস্টে ৯৭ উইকেট নিয়ে ডারবান টেস্ট শুরু করেন জায়াসুরিয়া। প্রথম ইনিংসে ৩৩ বছর বয়সী এই বোলার নেন ২ উইকেট। দ্বিতীয় ইনিংসে মাইলফলক ছুঁতে খুব একটা সময় নিলেন না তিনি।
বাঁহাতি বোলারদের মধ্যে টেস্টে সবচেয়ে কম ১৯ ম্যাচে একশ উইকেট নেওয়ার রেকর্ড ছিল ইংল্যান্ডের কলিন ব্লাইথের। এই স্পিনারের চেয়ে ২ ম্যাচ কম লাগল জায়াসুরিয়ার।
তার চেয়ে কম ম্যাচে একশ উইকেট নিতে পেরেছেন কেবল জর্জ লোম্যান। ইংল্যান্ডের ডানহাতি এই পেসার ১৮৯৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে মাইলফলক স্পর্শ করে এই রেকর্ড করেন, সেটি ছিল তার ১৬তম টেস্ট।
জায়াসুরিয়ার সমান ১৭ ম্যাচ লেগেছে চার্লস টার্নার, সিডনি বার্নস, ক্ল্যারি গ্রিমেট ও ইয়াসির শাহর।
শ্রীলঙ্কার হয়ে রেকর্ড ছিল দিলরুয়ান পেরেরার। এই পেসারের লেগেছিল ২৫ টেস্ট।