বোর্ডার-গাভাস্কার ট্রফি
ভারতের দুই ব্যাটসম্যানের ব্যাটে ওলট-পালট হলো রেকর্ড বইয়ের পাতা।
Published : 24 Nov 2024, 08:31 PM
‘রাজা তার রাজ্যে ফিরেছে’,- সিরিজ শুরুর আগে ভিরাট কোহলিকে নিয়ে সংশয়বাদীদের এভাবেই বার্তা দিয়েছিলেন রাভি শাস্ত্রি। সিরিজের প্রথম টেস্টেই কোহলি দেখালেন, কেন তাকে ‘রাজা’ বলা হয় অস্ট্রেলিয়ায়। পড়তি ফর্মের জন্য সমালোচনার মুখে থাকা এই তারকা ব্যাটসম্যান দুঃসময়কে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির স্বাদ পেলেন ৪৯১ দিন পর। অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম টেস্টেই দেড়শ ছাড়ানো ইনিংস খেললেন ইয়াসাসভি জয়সওয়াল। তাদের ব্যাটে ওলট-পালট হলো রেকর্ড বই।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে প্রথম ইনিংসে ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে শনিবার ২৯৭ বলে ১৬১ রানের ইনিংস খেলেন তরুণ ওপেনার জয়সওয়াল। ১৪৩ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস আসে কোহলির ব্যাট থেকে।
কোহলির অর্জন ১
অস্ট্রেলিয়ার মাটিতে কোহলির টেস্ট সেঞ্চুরি হলো ৭টি, ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে যা সর্বোচ্চ। তিনি ছাড়িয়ে গেলেন সাচিন টেন্ডুলকারকে। অস্ট্রেলিয়ায় সাদা পোশাকে টেন্ডুলকারের সেঞ্চুরি আছে ৬টি।
কোহলির অর্জন ২
নিজ দেশের বাইরে নির্দিষ্ট কোনো এক দলের আঙিনায় ভারতের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ডে সুনিল গাভাস্কারের পাশে বসেছেন কোহলি। গাভাস্কারের ৭টি সেঞ্চুরি আছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। ইংল্যান্ডে ৬টি সেঞ্চুরি আছে রাহুল দ্রাবিড়ের।
কোহলির অর্জন ৩
সফরকারী ব্যাটসম্যানদের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ডের তালিকায় যৌথভাবে দুইয়ে উঠেছেন কোহলি।
অস্ট্রেলিয়ায় তার ৭ সেঞ্চুরি হলো ২৭ ইনিংসে। ৩৫ ইনিংসে তার সমান ৭ সেঞ্চুরি আছে ইংলিশ গ্রেট ওয়ালি হ্যামন্ডের। ৪৫ ইনিংসে ৯ সেঞ্চুরি করে চূড়ায় আছেন আরেক ইংলিশ গ্রেট জ্যাক হবস।
অস্ট্রেলিয়ার মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির সেঞ্চুরি হলো মোট ১২টি, সফরকারী কোনো ব্যাটসম্যানের যা সর্বোচ্চ। টেস্টের ৭টি ছাড়া অস্ট্রেলিয়ায় তার ৫টি সেঞ্চুরি আছে ওয়ানডেতে; যার তিনটি স্বাগতিকদের বিপক্ষে, শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে একটি করে।
জয়সওয়ালের অর্জন ১
টেস্ট ক্যারিয়ারের প্রথম চার সেঞ্চুরিকেই দেড়শতে রূপান্তর করলেন জয়সওয়াল। তার আগে এমন কিছু করতে পেরেছেন কেবল দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ।
সেঞ্চুরি ছুঁয়ে জয়সওয়ালের সর্বনিম্ন স্কোর পার্থের এই ১৬১। তার আগের তিনটি সেঞ্চুরি ছোঁয়া ইনিংস ছিল ১৭১, ২০৯ ও অপরাজিত ২১৪।
জয়সওয়ালের অর্জন ২
অস্ট্রেলিয়ায় নিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করা ভারতের তৃতীয় ব্যাটসম্যান জয়সওয়াল। এর আগে ১৯৬৭-৬৮ মৌসুমে ব্রিজবেনে ১০১ রান করেছিলেন এমএল জয়সিমা। ১৯৭৭-৭৮ মৌসুমে একই মাঠে ১১৩ রান করেছিলেন সুনিল গাভাস্কার। কাকতালীয়ভাবে, তিন জনেরই সেঞ্চুরি দ্বিতীয় ইনিংসে।
জয়সওয়ালের অর্জন ৩
২৩ বছরে পা দেওয়ার আগে ৪টি দেড়শ ছোঁয়া ইনিংস খেলে জাভেদ মিয়াঁদাদ ও গ্রায়েম স্মিথের পাশে বসলেন জয়সওয়াল। ২৩তম জন্মদিনের আগে তাদের চেয়ে বেশি দেড়শ ছোঁয়া ইনিংস খেলতে পারেন কেবল স্যার ডন ব্র্যাডম্যান, ৫টি।
জয়সওয়ালের অর্জন ৪
জয়সওয়ালের ৪টি দেড়শ ছোঁয়া ইনিংসের ৩টি হলো ২০২৪ সালে। এক পঞ্জিকাবর্ষে তিন এর বেশি দেড়শ ছোঁয়া ইনিংস খেলা চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান তিনি। আগের তিন জন টেন্ডুলকার (২০০২ ও ২০০৪ সালে), ভিরেন্দার শেবাগ (২০০৪ ও ২০০৮ সালে) ও কোহলি (২০১৬ ও ২০১৭ সালে)।