আইপিএল
দুই বছর পর আবার সফল প্রধান কোচ মাহেলা জায়াওয়ার্দেনেকে ফেরাল মুম্বাই ইন্ডিয়ান্স।
Published : 13 Oct 2024, 06:45 PM
হতাশাময় আসর কাটানোর পর প্রধান কোচের পদে পরিবর্তন আনল মুম্বাই ইন্ডিয়ান্স। নতুন মৌসুমের দল গোছানোর আগে সাবেক সফল কোচ মাহেলা জায়াওয়ার্দেনেকে নতুন করে এই দায়িত্বে ফেরাল আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা।
এক বিবৃতিতে রোববার এই খবর জানায় মুম্বাই ইন্ডিয়ান্স। সাবেক দক্ষিণ আফ্রিকান কিপার-ব্যাটসম্যান মার্ক বাউচারের স্থলাভিষিক্ত হলেন জায়াওয়ার্দেনে। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, এমআই ফ্র্যাঞ্চাইজির অন্য কোনো দলের দায়িত্ব পেতে পারেন বাউচার।
প্রথম দফায় ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত মুম্বাইয়ের প্রধান কোচের দায়িত্ব পালন করেন জায়াওয়ার্দেনে। তার কোচিংয়ে তিনবার আইপিএল শিরোপা জেতে মুম্বাই।
এরপর ২০২২ সালে মুম্বাইয়ের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে এমআই ফ্র্যাঞ্চাইজির বৈশ্বিক পারফরম্যান্স প্রধান হিসেবে নিয়োগ পান শ্রীলঙ্কার ব্যাটিং গ্রেট।
মাঝের দুই বছরে বাউচারের কোচিংয়ে তেমন ভালো হয়নি মুম্বাইয়ের ফল। ২০২৩ আইপিএলে প্লে-অফে উঠলেও দ্বিতীয় কোয়ালিফায়ার হেরে বিদায় নেয় তারা। আর সবশেষ আসরে ১৪ ম্যাচে মাত্র ৪টি জিতে সবার নিচে থেকে টুর্নামেন্ট শেষ করে দলটি।
দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর জায়াওয়ার্দেনের প্রথম কাজ হবে মেগা নিলামের আগে ধরে রাখা ক্রিকেটারের তালিকা চূড়ান্ত করা। ভারতীয় ও বিদেশি মিলিয়ে ৫ জন, অনভিষিক্ত অন্তত একজন মিলিয়ে মোট ৬ জনকে ধরে রাখতে পারবে আইপিএলের দলগুলো।
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়াও ‘দা হান্ড্রেড-এ সাউদার্ন ব্রেভ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা টাইটান্সে কোচিং করিয়েছেন জায়াওয়ার্দেনে। এছাড়া বিভিন্ন দায়িত্বে শ্রীলঙ্কা জাতীয় দলের হয়েও কাজ করেছেন তিনি।