বোর্ডার-গাভাস্কার ট্রফি
সংবাদ সম্মেলনে ট্রাভিস হেড মিথ্যা বলেছেন বলে দাবি করেছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ।
Published : 08 Dec 2024, 05:44 PM
ট্রাভিস হেডের সঙ্গে কথার লড়াই নিয়ে মুখ খুলেছেন মোহাম্মদ সিরাজ। ভারতীয় পেসারের দাবি, সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। হেড তাকে গালিগালাজ করেছেন বলেও অভিযোগ তুলেছেন তিনি।
অ্যাডিলেইডে দিন-রাতের টেস্টের দ্বিতীয় দিনের ঘটনা এটি। ছক্কা হজমের পরের বলে হেডকে ইয়র্কারে বোল্ড করে তার ১৪১ বলে ১৪০ রানের আগ্রাসী ইনিংস থামিয়ে বুনো উল্লাসে মেতে ওঠেন সিরাজ। হেডকে ‘সেন্ড অফ’ দেখান তিনি। ওই সময় তাকে কিছু একটা বলেন হেডও। যা স্টাম্প মাইকে শোনা যায়নি।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে হেড বলেন, সিরাজকে তিনি মজা করে বলেছিলেন যে, ‘ভালো বল করেছো।’
“কিন্তু সে হয়তো অন্যরকম বুঝেছে। যখন সে আমাকে ড্রেসিং রুমের দিকে যেতে ইঙ্গিত করে, তখন আমার থেকেও কিছুটা ফেরত পেয়েছে সে…।”
তৃতীয় দিনের খেলা শুরুর আগে স্টার স্পোর্টস হিন্দিতে সাবেক ভারতীয় স্পিনার হারভাজান সিংয়ের সঙ্গে আলাপে সিরাজ বলেন, হেডের দাবি সঠিক নয়।
“দারুণ একটা লড়াই চলছিল (হেডের সঙ্গে)। ভালো ব্যাটিং করেছে সে। যখন ভালো বলেও ছক্কা খাবেন, এটা আপনাকে উত্তেজিত করে তুলবে। তাকে বোল্ড করে আমি কেবল উদযাপন করেছি, কিন্তু সে আমাকে গালি দিয়েছে। টিভিতেও এটি দেখেছেন। শুরুতে আমি শুধু উদযাপন করেছি, তাকে কিছু বলিনি আমি। সংবাদ সম্মেলনে সে যা বলেছে, সঠিক নয়। ‘ভালো বল করেছো’ বলে যে কথাটা সে বলেছে, তা মিথ্যা। সে আমাকে যা বলেছে, তা নয় এটা।”
“আমরা সবাইকে সম্মান করি। এমন নয় যে, আমরা অন্য খেলোয়াড়দের অসম্মান করি। আমি সবাইকে সম্মান করি, কারণ ক্রিকেট ভদ্রলোকের খেলা। কিন্তু সে যা করেছে, তা ঠিক ছিল না। আমার তা ভালো লাগেনি।”
তৃতীয় দিন ভারতকে ১০ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। ম্যাচ শেষে অবশ্য সিরাজ ও হেডকে আলিঙ্গন করতে দেখা যায়।