শ্রীলঙ্কা-নিউ জিল্যান্ড
নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ২০২ রানে এগিয়ে আছে স্বাগতিকরা।
Published : 20 Sep 2024, 07:25 PM
ছন্দের খোঁজে থাকা দিমুথ কারুনারাত্নে ব্যাট হাতে ছড়ালেন আলো। সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও পারলেন না পূর্ণতা দিতে। দায়িত্বশীল ব্যাটিংয়ে তার সঙ্গে শতরানের জুটি গড়লেন দিনেশ চান্দিমাল। শক্ত ভিত পেয়ে বড় লিডের পথে ছুটছে শ্রীলঙ্কা।
গলে নিউ জিল্যান্ডের প্রথম ইনিংস ৩৪০ রানে থামিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে শ্রীলঙ্কা। ৪ উইকেটে ২৩৭ রান নিয়ে তৃতীয় দিন শেষ করা স্বাগতিকরা এগিয়ে আছে ২০২ রানে। প্রথম ইনিংসে তারা করেছিল ৩০৫ রান।
প্রথম ইনিংসে ২ রানে ফেরা কারুনারাত্নে এবার করেন ৮৩ রান। বাঁহাতি ওপেনারের ১২৭ বলের ইনিংসটি গড়া ৬ চারে। টেস্টে সবশেষ ৯ ইনিংসে এটি তার দ্বিতীয় ফিফটি। তার সঙ্গে ১৪৭ রানের জুটিতে ৬ চারে ৬১ রান করেন চান্দিমাল।
দিন শেষে ভালো অবস্থায় থাকা শ্রীলঙ্কার দিনের শুরুটাও খারাপ হয়নি। ৪ উইকেটে ২৫৫ রান নিয়ে শুক্রবার খেলতে নামা নিউ জিল্যান্ডকে এক সেশনও টিকতে দেয়নি তারা। যেখানে বড় ভূমিকা রাখেন দুই স্পিনার রামেশ মেন্ডিস ও প্রাবাথ জয়াসুরিয়া।
দিনের চতুর্থ ওভারে টম ব্লান্ডেলকে ফিরিয়ে দেন প্রাবাথ। ক্যাচের রিভিউ নিয়ে তাকে ফেরায় লঙ্কানরা। পরের ওভারেই ৭২ বলে ফিফটি স্পর্শ করেন ৪১ রান নিয়ে দিন শুরু করা ড্যারিল মিচেল।
কিছুক্ষণ পর প্রাবাথের এক ওভারে দুই উইকেট হারায় কিউইরা। ১ ছক্কা ও ৭ চারে ৫৭ রান করে রান আউটে কাটা পড়েন ড্যারিল মিচেল। আর কিপারের গ্লাভাসে ধরা পড়েন মিচেল স্যান্টনার। প্রতিপক্ষ অধিনায়ক টিম সাউদির স্টাম্প ভেঙে দেন প্রাবাথ।
এজাজ প্যাটেলকে যখন এলবিডব্লিউ করেন রামেশ, তখনও লিড নিতে পারেনি সফরকারীরা। শেষ উইকেটে উইল ও’রোককে একপ্রান্তে রেখে একার লড়াইয়ে দলকে ৩৫ রানের লিড এনে দেন গ্লেন ফিলিপস। পাল্টা আক্রমণে দ্রুত রান বাড়ান তিনি।
একবার জীবন পাওয়া ও’রোককে বোল্ড করে ৩৬ রানের জুটি ভাঙার পাশাপাশি প্রতিপক্ষের ইনিংস গুটিয়ে দেন রামেশ। ৫ ছক্কা ও ২ চারে ৪৮ বলে ৪৯ রান নিয়ে অপরাজিত থাকেন ফিলিপস।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ফের বড় ইনিংস খেলতে ব্যর্থ হন পাথুম নিসাঙ্কা। এবার তো দুই অঙ্কও স্পর্শ করতে পারেননি ইংল্যান্ডের বিপক্ষে ওভালে দারুণ এক সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ঐতিহাসিক জয় এনে দেওয়া ওপেনার।
শুরুর ধাক্কা কাটিয়ে ওঠে লঙ্কানরা কারুনারাত্নে ও চান্দিমালের ব্যাটে। দুজনে দেখেশুনে খেলে বাড়াতে থাকেন দলের রান। তাদের যুগলবন্দিতে দ্বিতীয় সেশন পার করে দেয় স্বাগতিকরা। এই সময়ে দুইজনেই স্পর্শ করেন ফিফটি; কারুনারাত্নে ৭৮ বলে ও চান্দিমাল ১০৪ বলে।
এক বছরের বেশি সময় পর টেস্টে সেঞ্চুরির স্বপ্ন দেখছিলেন কারুনারাত্নে। কিন্তু তার আশা গুঁড়িয়ে দেন এজাজ প্যাটেল। এই স্পিনারকে সুইপ করে বোল্ড হয়ে বিদায় নেন অভিজ্ঞ ব্যাটসম্যান।
পরের ওভারেই ও’রোকের বলে লেগ স্লিপে ধরা পড়েন চান্দিমাল। তাকে ফেরানোর জন্য লেগ স্লিপ রেখে বোলিং করছিলেন কিউই পেসার। সেই ফাঁদেই পা দেন ১৫০ বল খেলা চান্দিমাল।
প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান কামিন্দু মেন্ডিসকে এবার টিকতে দেননি ও’রোক। শরীর থেকে দূরের বলে ব্যাট চালিয়ে স্রেফ ১৩ রান করে স্লিপে ধরা পড়েন তিনি। এরপর দলের হাল ধরেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধানাঞ্জায়া।
দিনের শেষ দিকে তাদের জমে ওঠা জুটিও ভাঙার সুযোগ পায় নিউ জিল্যান্ড। কিন্তু স্যান্টনারের বলে ৩০ রানে থাকা ধানাঞ্জায়ার স্লিপে ক্যাচ নিতে পারেননি মিচেল। ৫৯ রানে অবিচ্ছিন্ন আছে জুটি। ম্যাথিউস ও ধানাঞ্জায়া দুইজনেই খেলছেন ৩৪ রানে।
শ্রীলঙ্কায় জাতীয় নির্বাচনের কারণে শনিবার 'রেস্ট ডে' রাখা হয়েছে। এদিন হবে না কোনো খেলা। রোববার থেকে আবার শুরু হবে ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩০৫
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৯০.৫ ওভারে ৩৪০ (আগের দিন ২৫৫/৪) (মিচেল ৫৭, ব্লান্ডেল ২৫, ফিলিপস ৪৯*, স্যান্টনার ২, সাউদি ৩, এজাজ ৬, ও’রোক ২; আসিথা ৭-১-২৫-০, কুমারা ১২-৫-২৮-০, ধানাঞ্জায়া ৭-০-৩১-২, রামেশ ২৩.৫-১-১০১-৩, জায়াসুরিয়া ৪০-৫-১৩৬-৪, কামিন্দু ১-০-৮-০)
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৭২ ওভারে ২৩৭/৪ (নিসাঙ্কা ২, কারুনারাত্নে ৮৩, চান্দিমাল ৬১, ম্যাথিউস ৩৪*, কামিন্দু ১৩, ধানাঞ্জায়া ৩৪*; ও’ রোক ১২-২-৩৭-৩, এজাজ ১৯-৩-৬৮-১, স্যান্টনার ১৪-২-৫১-০, সাউদি ১০-২-১৫-০, ফিলিপস ১২-১-৫০-০, রাভিন্দ্রা ৫-০-১১-০)