আইপিএল
মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের নাম উঠলেও তাদেরকে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি, বাংলাদেশের আর কারও নামই ওঠেনি।
Published : 25 Nov 2024, 11:15 PM
আইপিএলের মেগা নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ১২ জন ক্রিকেটারের জায়গা হলেও নাম উঠল কেবল দুইজনের; মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের। তবে তাদের জন্য আগ্রহ দেখাল না কোনো ফ্র্যাঞ্চাইজি। ফলে, এবারের নিলামে দল পেলেন না বাংলাদেশের কেউ।
নিলামের তালিকায় ১৮১ নম্বরে ছিলেন মুস্তাফিজ। তার ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। এই ভিত্তি মূল্যেই গত আসরে চেন্নাই সুপার কিংসে খেলেছিলেন অভিজ্ঞ পেসার। কিন্তু এবার তাকে দলে নিতে আগ্রহ দেখাল না কোনো ফ্র্যাঞ্চাইজি।
গত আসরে চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট নেন মুস্তাফিজ। ২০২২ ও ২০২৩ আইপিএলে তিনি ছিলেন দিল্লি ক্যাপিটালসে।
২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল অভিষেক হয় মুস্তাফিজের। নিজের প্রথম আসরেই পান তিনি শিরোপার স্বাদ। হায়দরাবাদের ট্রফি জয়ে রাখেন বড় অবদান।
ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়েও খেলেছেন মুস্তাফিজ।
সব মিলিয়ে আইপিএলে সাত আসরে ৫৭ ম্যাচ খেলে ওভারপ্রতি ৮.১৪ রান দিয়ে মুস্তাফিজের উইকেট ৬১টি। ২৯ রানে ৪ উইকেট তার সেরা বোলিং।
মুস্তাফিজের কিছুক্ষণ পর নাম ওঠে তালিকায় ১৮৭ থাকা রিশাদের। ৭৫ লাখ রুপি ভিত্তি মূল্যের এই লেগ স্পিনারও থেকে যান অবিক্রিত।
জেদ্দায় সোমবার মেগা নিলামের দ্বিতীয় দিনের নিলামে নাম ওঠেনি লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানার। তাদের সবার ভিত্তি মূল্য ছিল ৭৫ লাখ রুপি।
১ কোটি রুপি ভিত্তি মূল্যে এবার নিবন্ধন করেছিলেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। তাদের নামও ওঠেনি।