চ্যাম্পিয়ন্স ট্রফি
বৈশ্বিক আসরের প্রাথমিক দলে চারটি পরিবর্তন আনতে হবে অস্ট্রেলিয়ার।
Published : 06 Feb 2025, 03:20 PM
চোটের সঙ্গে লড়াইয়ে থাকা জশ হেইজেলউডকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া নিয়ে ছিল প্রবল শঙ্কা। অবশেষে সেটাই সত্যিই হলো। বৈশ্বিক আসরে অভিজ্ঞ এই পেসারকে পাবে না অস্ট্রেলিয়া।
অধিনায়ক প্যাট কামিন্সের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল আগেই। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বৃহস্পতিবার কামিন্সের সঙ্গে হেইজেলউডেরও ছিটকে পড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়।
এদিনই সবাইকে অবাক করে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। আর পিঠের চোট থেকে সেরে না ওঠায় আগেই ছিটকে গেছেন আরেক অলরাউন্ডার মিচেল মার্শ। তারা দুইজনও ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে। এখন সেই দল থেকে চারটি পরিবর্তন আনতে হবে অস্ট্রেলিয়ার।
অনেকদিন ধরেই চোটের সঙ্গে লড়ছেন হেইজেলউড। ঘরের মাঠে ভারত সিরিজের মাঝপথে পেশি ও সাইড স্ট্রেইনের চোটে পড়েন তিনি। তাতে বোর্ডার-গাভাস্কার সিরিজের পাঁচ টেস্টের তিনটিতে খেলতে পারেননি। শ্রীলঙ্কা সফরের দলেও নেই এই পেসার।
পুরনো সেই চোট থেকে সেরে ওঠার পর এখন লড়ছেন নিতম্বের সমস্যায়। যা তাকে ছিটকে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও।
দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য চলতি শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে খেলতে পারছেন না কামিন্স। তবে ছুটি না পেলেও এই সিরিজে তার খেলা হতোই না। বোর্ডার-গাভাস্কার সিরিজে বাড়তি বোলিং চাপ নেওয়ার পর তার অ্যাঙ্কেলের চোট প্রকাশ্য হয়েছে।
তার পরও কামিন্সকে অধিনায়ক করে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে অস্ট্রেলিয়া। কিন্তু এখনও সেরে ওঠেননি। আসছে টুর্নামেন্টে তাকে না পাওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে যায় বুধবার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের কথায়। এবার নিশ্চিত করলেন অস্ট্রেলিয়ার নির্বাচক পানেলের প্রধান জর্জ বেইলি।
কামিন্সের অনুপস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্বে দিতে পারেন স্টিভেন স্মিথ কিংবা ট্রাভিস হেডের মধ্যে কেউ।
চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়েই শ্রীলঙ্কায় দুটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। টেস্ট দলে থাকা পেসার শন অ্যাবট ও কুপার কনোলিকে সেই সিরিজের জন্য রেখে দিতে পারে তারা। এছাড়া টপ অর্ডার ব্যাটসম্যান জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, পেস বোলিং অলরাউন্ডার বেন ডোয়ার্শিস ও বাঁহাতি পেসার স্পেন্সার জনসন ওয়ানডে দলে যোগ দেবেন।
বাড়তি স্পিনার নিতে চাইলে তানভির স্যাঙ্ঘার নামও থাকতে পারে বিবেচনায়। শ্রীলঙ্কায় চলতি টেস্ট সিরিজে ডেভেলপমেন্ট ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে রাখা হয়েছে এই লেগ স্পিনারকে। সুযোগ পেতে পারেন অলরাউন্ডার বাউ ওয়েবস্টারও।
কলম্বোয় আগামী ১২ ও ১৪ ফেব্রুয়ারি ওয়ানডে দুটি খেলবে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ আগামী ২২ ফেব্রুয়ারি, ইংল্যান্ডের বিপক্ষে।