আইসিসি র্যাঙ্কিং
কাগিসো রাবাদা ও জশ হেইজেলউডকে টপকে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে চূড়ায় উঠলেন ভারতের অভিজ্ঞ পেসার।
Published : 27 Nov 2024, 05:47 PM
অস্ট্রেলিয়ার বিপক্ষে জাসপ্রিত বুমরাহর দুর্দান্ত পারফরম্যান্সের ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে। আইসিসি টেস্ট বোলারদের তালিকায় শীর্ষে ফিরেছেন ভারতের অভিজ্ঞ পেসার। পার্থে দেড়শ ছোঁয়া ইনিংস খেলে ব্যাটসম্যানদের মধ্যে ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন ইয়াশাসভি জয়সওয়াল।
আইসিসির বুধবার প্রকাশিত পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের হালনাগাদে দুই ধাপ এগিয়ে টেস্ট বোলারদের মধ্যে এখন সবার ওপরে বুমরাহ। তিনি টপকে গেছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও অস্ট্রেলিয়ার জশ হেইজেলউডকে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে জয়সওয়ালেরও উন্নতি দুই ধাপ। ভারতের বাঁহাতি ওপেনার পেছনে ফেলেছেন নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন ও ইংল্যান্ডের হ্যারি ব্রুককে। তালিকায় আগের মতোই সবার ওপরে ইংল্যান্ডের জো রুট।
বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানের বিশাল ব্যবধানে হারায় ভারত। প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয়ভাগে ৩ শিকার ধরে দলের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন বুমরাহ। রোহিত শার্মার অনুপস্থিতিতে এই টেস্টে দলকে নেতৃত্ব দেওয়া এই পেসারই জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
এই পারফরম্যান্সে ক্যারিয়ার সেরা ৮৮৩ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে চূড়ায় ফিরলেন বুমরাহ। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবার শীর্ষে ওঠেন বুমরাহ। পরে অবশ্য জায়গা হারিয়ে ফেলেন। আরেক দফায় এক নম্বর হন তিনি অক্টোবরে, রাবাদার কাছে জায়গা হারানোর আগে।
পার্থে না খেলেই এক ধাপ এগিয়ে এখন চতুর্থ স্থানে ভারতের রাভিচান্দ্রান অশ্বিন। ২ ধাপ উন্নতি করে পাঁচে শ্রীলঙ্কার প্রাবাথ জায়াসুরিয়া।
ম্যাচে মোট পাঁচ উইকেট নিয়ে তিন ধাপ অগ্রগতি ভারতের আরেক পেসার মোহাম্মদ সিরাজের, অবস্থান ২৫তম। আর তিন উইকেট নেওয়া অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ১০ ধাপ এগিয়ে আছেন ৬৮ নম্বরে।
প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি জয়সওয়াল। দ্বিতীয়ভাগে ঘুরে দাঁড়িয়ে ১৬১ রানের চমৎকার ইনিংস খেলেন তিনি। এই পারফরম্যান্সে ক্যারিয়ার সেরা ৮২৫ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে বাঁহাতি ব্যাটসম্যান। শীর্ষে থাকা রুট থেকে পিছিয়ে কেবল ৭৮ পয়েন্টে।
১৬ মাস পর টেস্টে সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটিং গ্রেট ভিরাট কোহলি ৯ ধাপ এগিয়ে এখন ত্রয়োদশ স্থানে। ৮৯ রান করা অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড তিন ধাপ উন্নতি করে আছেন ১০ নম্বরে।
দ্বিতীয় ইনিংসে ৭৭ রান করে ১৩ ধাপ এগিয়েছেন লোকেশ রাহুল, আছেন ৪৯তম স্থানে। দুই ইনিংসেই ব্যর্থ অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ দুই ধাপ পিছিয়ে এখন সপ্তম স্থানে।
টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে ভারতের রাভিন্দ্র জাদেজা।