ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজ
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচের দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার আকিল হোসেনও।
Published : 08 Nov 2024, 11:36 PM
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলে ফিরেছেন আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার ও আকিল হোসেন। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচের দলে আছেন তারা।
বারবাডোজে আগামী শনিবার ও রোববার মাঠে গড়াবে প্রথম দুটি টি-টোয়েন্টি। এই দুই ম্যাচের জন্য শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ব্যক্তিগত কারণে গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এই চার জন ছিলেন না। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দিয়ে দলে ফেরেন হেটমায়ার।
শ্রীলঙ্কায় ২-১ ব্যবধানে সিরিজে হেরে যাওয়া দল থেকে বাদ পড়েছেন আলিক আথানেজ, আন্দ্রে ফ্লেচার, ফ্যাবিয়ান অ্যালেন ও শামার স্প্রিঙ্গার। টিকে গেছেন এখনও কোনো ম্যাচ না খেলা টের্যান্স হিন্ডস।
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অধিনায়ক শাই হোপের সঙ্গে রাগারাগি করে মাঠ ছাড়ায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া আলজারি জোসেফের কাভার হিসেবে এসেছেন ম্যাথু ফোর্ড। সেই ম্যাচে ওভারের মাঝপথে ক্র্যাম্পের জন্য মাঠ ছাড়া রোমারিও শেফার্ড ধরে রেখেছেন জায়গা।
অভিজ্ঞ ও তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে একাদশ সাজানো নিয়ে মধুর সমস্যা হবে বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি।
“অভিজ্ঞ অনেক খেলোয়াড় নিয়ে এই টি-টোয়েন্টি দল আমাদের সবচেয়ে থিতু দল। প্রত্যেক খেলোয়াড় জায়গার জন্য চ্যালেঞ্জ জানানোয় একাদশ ঠিক করা কঠিন হবে। আমরা খুব ভালো একটি ইংল্যান্ড দলের মুখোমুখি হবো। আমি আত্মবিশ্বাসী যে, এই নির্বাচিত দল সেই ঘরানার ক্রিকেট অব্যাহত রাখবে যা আামাদের ম্যাচ এবং সিরিজ জিততে সাহায্য করবে।”
বারবাডোজ পর্ব শেষে দুই দল যাবে সেন্ট লুসিয়ায়। সেখানে সিরিজের বাকি তিন ম্যাচের জন্য পরে দল ঘোষণা করবে স্বাগতিকরা।
প্রথম দুই টি-টোয়েন্টির ওয়েস্ট ইন্ডিজ দল: রভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, টের্যান্স হিন্ডস, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফেইন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড