চোটের কারণে খেলতে পারবেন না অভিজ্ঞ জেসন হোল্ডার, তবু পাঁচ পেসারের শক্তিশালী আক্রমণ নিয়ে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।
Published : 16 Nov 2024, 10:59 AM
২ টেস্টে ১৬ উইকেট, পরিসংখ্যানই বলে দেয়, বাংলাদেশের বিপক্ষে কতটা ভয়ঙ্কর জেসন হোল্ডার। তবে তাকে সামলানোর চ্যালেঞ্জ এবার নিতে হচ্ছে না ব্যাটসম্যানদের। কাঁধের চোট থেকে সেরে উঠতে না পারায় ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে নেই অভিজ্ঞ এই পেস বোলিং অলরাউন্ডার। তাই বলে চ্যালেঞ্জ খুব একটা কম থাকছে না বাংলাদেশের জন্য। শক্তিশালী পেস আক্রমণ নিয়েই এই সিরিজে নামছে ক্যারিবিয়ানরা।
অভিজ্ঞ কিমার রোচের সঙ্গে আছেন আলজারি জেসোফ ও জেডেন সিলসের মতো বিপজ্জনক দুই পেসার। সঙ্গে উঠতি দুই পেসার শামার জোসেফ ও অ্যান্ডারসনকেও রাখা হয়েছে স্কোয়াডে। এই পাঁচ বিশেষজ্ঞ পেসার ছাড়াও দলে ফেরানো হয়েছে পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভসকে।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য শুক্রবার ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। হোল্ডার না থাকায় ফিরেছেন গ্রিভস। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে দুটি টেস্ট খেলেছেন ৩০ বছর বয়সী অলরাউন্ডার। সম্প্রতি ঘরোয়া সুপার ফিফটি কাপে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করেছেন তিনি, এর মধ্যে একটি ছিল দেড়শ ছাড়ানো ইনিংস।
সবশেষ গত অগাস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। ওই সিরিজের দল থেকে হোল্ডার ছাড়াও বাংলাদেশের বিপক্ষে নেই বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটি। তার জায়গায় ফিরেছেন অফ স্পিনিং অলরাউন্ডার কেভিন সিনক্লেয়ার।
এই বছরই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে দুটি টেস্ট খেলেছেন সিনক্লেয়ার। বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যানদের ভাবনায় রেখেই হয়তো ফেরানো হয়েছে ২৪ বছর বয়সী অফ স্পিনিং অলরাউন্ডারকে। স্পিন আক্রমণে আছেন বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যানও। বাংলাদেশের বিপক্ষে বেশ সফল তিনিও, চার টেস্ট খেলে নিয়েছেন ১৮ উইকেট।
ব্যাটিং লাইন আপে তেমন পরিবর্তন নেই। সাম্প্রতিক সময়ের নিয়মিতরাই আছেন দলে।
আগামী শুক্রবার অ্যান্টিগা টেস্ট দিয়ে শুরু দুই ম্যাচের সিরিজ। বাংলাদেশের সবশেষ দুটি ওয়েস্ট ইন্ডিজ সফরেই প্রথম টেস্ট ছিল অ্যান্টিগায় এবং দুই বারই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে ম্যাচ হারতে হয়েছে বাংলাদেশকে। ক্যারিবিয়ানদের স্কোয়াড থেকে পরিষ্কার, এবারও সেখানে অপেক্ষায় থাকবে পেস সহায়ক উইকেট।
দ্বিতীয় টেস্ট জ্যামাইকায় শুরু ৩০ নভেম্বর। এই ম্যাচ দিয়ে তিন বছরের বেশি সময় পর টেস্ট ক্রিকেট ফিরবে স্যাবাইনা পার্কে। বাংলাদেশ এখানে সবশেষ খেলেছে ২০১৮ সালে। যথারীতি ক্যারিবিয়ান পেসের সামনে নতজানু হয়ে হারতে হয়েছিল সেই ম্যাচও।
টেস্ট সিরিজের আগে রোব ও সোমবার দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে ম্যাচটি শুরুতে চার দিনের থাকলেও পরে দুই দিনের ম্যাচে নামিয়ে আনা হয়। ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট এই ম্যাচেও নেতৃত্ব দেবেন দলকে। এছাড়াও টেস্ট দলের গ্রিভস ও টেভিন ইমলাখ আছেন প্রস্তুতি ম্যাচের দলে।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জশুয়া দা সিলভা (সহ-অধিনায়ক), আলিক আথানেজ, কেসি কার্টি, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, টেভিন ইমলাখ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুই, অ্যান্ডারসন ফিলিপ, কিমার কোচ, জেডেন সিলস, কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিক্যান।