আইসিসি প্লেয়ার অব দা মান্থ
মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় আছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস ও ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন।
Published : 07 Jun 2024, 10:13 PM
আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভালো করার পুরস্কার পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি। ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ এর সংক্ষিপ্ত তালিকায় টানা দ্বিতীয়বারের মতো জায়গা করে নিয়েছেন পাকিস্তানের এই তারকা পেসার। মে মাসের সেরার লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী ওয়েস্ট ইন্ডিজের গুডাকেশ মোটি ও আয়ারল্যান্ডের লর্কান টাকার।
গত মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম শুক্রবার প্রকাশ করে আইসিসি। মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় আছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস ও ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন।
শাহিন শাহ আফ্রিদি
গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলেন আফ্রিদি। এই পাঁচ ম্যাচের চারটিতে মোট ১০ উইকেটের দেখা পান বাঁহাতি এই পেসার। আয়ারল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে একটি উইকেট নেওয়ার পর শেষ দুই ম্যাচ ও ইংল্যান্ডের বিপক্ষে বার্মিংহ্যামে ধরেন তিনটি করে শিকার।
এই পারফরম্যান্সে এপ্রিলের পর মে মাসের সেরার লড়াইয়েও জায়গা করে নিলেন তিনি। সব মিলিয়ে এখন পর্যন্ত তিনবার ‘প্লেয়ার অব দা মান্থ’ এর সংক্ষিপ্ত তালিকায় থাকলেও একবারও পাননি সেরার স্বীকৃতি।
গুডাকেশ মোটি
দক্ষিণ আফ্রিকাকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০তে হোয়াইটওয়াশ করার পথে বল হাতে বড় অবদান রাখেন মোটি। ক্যারিবিয়ান এই বাঁহাতি স্পিনার ৮.৫০ গড়ে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জেতেন। সিরিজের প্রথম ম্যাচে ২৫ রানে এবং দ্বিতীয়টিতে ২২ রানে তিনটি করে উইকেট নেন তিনি। আর সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ধরেন দুই শিকার।
লর্কান টাকার
২০২৩ সালের মে মাসে হ্যারি টেক্টর ‘প্লেয়ার অব দা মান্থ’ জেতার ঠিক এক বছর পর স্বীকৃতিটি পাওয়ার হাতছানি আরেকজন আইরিশ ক্রিকেটারের। গত মাসে ব্যাট হাতে আলো ছড়িয়ে মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন টাকার। পাকিস্তান সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে ৫১ ও ৭৩ রান করেন তিনি। এর আগে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও হাসে তার ব্যাট।
চামারি আতাপাত্তু
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে গত মাসে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন আতাপাত্তু। শ্রীলঙ্কাকে মূল পর্বের টিকেট এনে দেওয়ার পথে অলরাউন্ড পারফরম্যান্সে বড় অবদান রাখেন তিনি।
গত মাসে চার টি-টোয়েন্টি খেলে ১৫১ রান করেন আতাপাত্তু। সঙ্গে অফ স্পিনে নেন ৬ উইকেট। স্কটল্যান্ডের বিপক্ষে বাছাইয়ের ফাইনালে খেলেন ৬৩ বলে ১০২ রানের বিধ্বংসী ইনিংস।
ক্যাথরিন ব্রাইস
চোটের কারণে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে খেলতে পারেননি ব্রাইস। তবে আসরজুড়ে ব্যাট ও বল হাতে আলো ছড়িয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতে নেন তিনি।
এর মধ্যে গত মাসে কেবল দুটি টি-টোয়েন্টি খেলেন ব্রাইস। থাইল্যান্ডের বিপক্ষে ৬৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে বাছাইয়ের সেমি-ফাইনালে ৩৫ রান করার পাশাপাশি নেন ৮ রানে ৪ উইকেট।
সোফি এক্লেস্টোন
মেয়েদের টি-টোয়েন্টি ও ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে এক্লেস্টোন। ইংলিশ এই বাঁহাতি স্পিনার মে মাসে দুই সংস্করণেই ছিলেন উজ্জ্বল। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ জয়ে বড় অবদান রাখেন তিনি। ২০ ওভারের সিরিজে ৫ উইকেট নেন তিনি। আর ৫০ ওভারের ক্রিকেটে ধরেন ৬ শিকার।
আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা দুই ক্রিকেটার। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। তারা ভোট দেন ই-মেইলে, আইসিসির নিবন্ধিত সমর্থকদের ভোট দিতে হয় আইসিসির ওয়েবসাইটে।
সেরার রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ, সমর্থকদের ভোট বাকি ১০ ভাগ।