অল্পের জন্য সেঞ্চুরি করতে পারেননি ফারজানা হক ও ইশমা তানজিম, ১০ ওভার বোলিং করে ৭টি মেডেন নেন নিশিতা আক্তার।
Published : 22 Feb 2025, 07:09 PM
দুই ইনিংসে সেঞ্চুরি খুব কাছে গেলেন দুই ব্যাটার। কিন্তু কাঙ্খিত মাইলফলক ছুঁতে পারলেন না কেউই। ফারজানা হকের পর ঠিক দশ রান বাকি থাকতেই থামলেন ইশমা তানজিম। শতকের স্বাদ না পেলেও ইশমা অবশ্য পেলেন দলের জয়ের তৃপ্তি।
ঢাকা প্রিমিয়ার উইমেন'স ক্রিকেট লিগে শনিবার ফারজানা ও ইশমা ছাড়াও পঞ্চাশছোঁয়া ইনিংস খেলেন আফিয়া হুমায়রা আনাম প্রত্যাশা ও শিবানি রানি। বল হাতে আলো ছড়ান নুজহাত সাবাহ ফেরদৌস, রিতু মনি, রাবেয়া খাতুন ও নিশিতা আক্তার।
বিকেএসপির তিন নম্বর মাঠে গতবারের রানার্স-আপ আবাহনী লিমিটেডকে ৩ উইকেটে হারায় শেলটেক ক্রিকেট একাডেমি। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়েছিল লিগের নবাগত দলটি।
ফারজানার ১৩৩ বলে ৯০ রানের সৌজন্যে ৩ উইকেটে ২১৭ রান করে আবাহনী। তিন নম্বরে নামা রুবাইয়া হায়দার ঝিলিক ৮৬ বলে করেন ৪৭ রান। দুজনের তৃতীয় উইকেট জুটিতে আসে ১০৪ রান।
রান তাড়ায় শুরু থেকে একপ্রান্ত ধরে খেলতে থাকেন ইশমা। ৩৩তম ওভারে ফেরার আগে ১১৩ বলে ১১ চার ও ২ ছক্কায় তিনি করেন ৯০ রান। প্রথম ম্যাচেও ৬৮ রানের ইনিংস খেলেন ইশমা।
পরে ফাহিমা খাতুনের ৩৬ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংসে জয় নিশ্চিত হয় শেলটেকের। প্রথম ম্যাচে প্রথম বলে আউট হওয়া নিগার সুলতানা এ দিন ৪৭ বলে করেন ২৬ রান।
আবাহনীর হয়ে ১০ ওভারে ৩৪ রান খরচায় ৩ উইকেট নেন স্বর্ণা আক্তার।
বিকেএসপির ৪ নম্বর মাঠে কলাবাগান ক্রীড়া চক্রকে ৯৪ রানে হারায় গুলশান ইয়ুথ ক্লাব। ২১৬ রানের লক্ষ্যে ১২১ রানের বেশি করতে পারেনি কলাবাগান।
ম্যাচে ফিফটি করতে পারেননি দুই দলের কেউই। গুলশানের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন গত মাসে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা জুয়াইরিয়া ফেরদৌস। এছাড়া তাজ নেহারের ব্যাট থেকে আসে ৩২ রান।
বল হাতে ৮ ওভারে ৪ মেডেনসহ মাত্র ৯ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন অভিজ্ঞ অলরাউন্ডার রিতু মনি। লেগ স্পিনার রাবেয়া ১৪ রানে নেন ২ উইকেট।
ইউল্যাব ক্রিকেট মাঠে খেলাঘর সমাজকল্যাণ সমিতির সঙ্গে লড়াই করতেই পারেনি বাংলাদেশ আনসার ও ভিডিপি। তাদের মাত্র ৮৬ রানে গুড়িয়ে ৯ উইকেটে জেতে খেলাঘর।
সবশেষ আয়ারল্যান্ড সিরিজে ধারাভাষ্য দেওয়া নুজহাত এদিন দেখান স্পিন জাদু। ৬ ওভারে ৩ মেডেনসহ মাত্র ৪ রানে তার শিকার ৩ উইকেট। ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি। এছাড়া ১২ রানে ৩ উইকেট নেন শানু।
প্রথম ম্যাচে হতাশ করা প্রত্যাশা এবার দায়িত্বশীল ব্যাটিংয়ে খেলেন ৫৭ রানের অপরাজিত ইনিংস। ৭০ বলে ৯ চারের সঙ্গে ১টি ছক্কা মারেন ফেরার লড়াইয়ে থাকা ওপেনার।
মোহাম্মদপুরের ফ্রেন্ডস ক্রিকেট গ্রাউন্ডে স্পিনের চমৎকার প্রদর্শনী করেন নিশিতা, রাবেয়া খাতুনরা। তাদের নৈপুণ্যে ১৭৬ রানের পুঁজি নিয়ে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবকে ৫৯ রানে হারায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
ব্যাটারদের সম্মিলিত অবদানে দেড়শ ছাড়ায় বিকেএসপি। আট নম্বরে নেমে দলের সর্বোচ্চ ৩৩ রান করেন ফারজানা ইয়াসমিন। মোসাম্মত ঈভা করেন ২৬ রান।
পরে ৪৪.৫ ওভারের মধ্যে ১৭টি মেডেন নেন বিকেএসপির বোলাররা। আগের ম্যাচে ১০ ওভারে মাত্র ৮ রান দেওয়া রাবেয়া এবার ৯ ওভারে পান ৫ মেডেন। ৩০ রানে তার শিকার ৩ উইকেট। ১০ ওভারে ৭টি মেডেনসহ ১৫ রান খরচায় ২ উইকেট নেন নিশিতা।
দলের বাকিদের ব্যর্থতার ভিড়ে ৭৮ বলে ৫১ রানের ইনিংস খেলেন পুলিশের উইকেটরক্ষক ব্যাটার শিবানি রানি।