স্বর্নার অলরাউন্ড পারফরম্যান্সে জিতেছে আবাহনী, বিকেএসপির জয়ে উজ্জ্বল ফারজানা।
Published : 01 Mar 2025, 07:28 PM
বড় ইনিংস খেলতে পারেননি দুজনের কেউ। বল হাতেও ছিলেন না খুব বিধ্বংসী। তবে ব্যাটে-বলে কার্যকর অবদান রেখেছেন দুজনই, যা সহায়তা করেছে দলের জয়ে। আবাহনীর হয়ে উজ্জ্বল ছিলেন স্বর্ণা আক্তার, বিকেএসপির জয়ে ফারজানা ইয়াসমিন।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেন’স প্রিমিয়ার লিগে কলাবাগান ক্রীড়া চক্রকে ৫২ রানে হারিয়েছে আবাহনী লিমিটেড।
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ৫০ ওভারে আবাহনী তোলে ২২৪ রান। ইনিংসের একমাত্র ফিফটি আসে ফারজানা হকের ব্যাট থেকে। তবে ৫৯ রান করতে ১৩২ বল খেলেন আবাহনী অধিনায়ক।
তার উদ্বোধনী জুটির সঙ্গী দিলারা আক্তার ২৮ রান করেন ৩৫ বলে। জান্নাতুল ফেরদৌস তিনি করেন ৫৩ বলে ৪৩। একটি করে ছক্কা ও চারে স্বর্ণা করেন ৩২ বলে ৩১।
কলাবাগানের মিষ্টি রানী সাহা ৩৭ রানে উইকেট নেন ৩টি।
মিষ্টি পরে ব্যাট হাতেও উপহার দেন দুর্দান্ত এক ইনিংস। কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি কেউ। ৯ চার ও ২ ছক্কায় ১০৯ বলে ৮০ রান করে তিনি আউট হন নবম ব্যাটার হিসেবে।
আবাহনীর বৃষ্টি নেন ২১ রানে ৩ উইকেট, ২৮ রানে ২টি শরিফা খাতুন। ব্যাটিংয়ে ৩১ রান করার পর বল হাতে ৭.২ ওভারে কেবল ১৬ রান দিয়ে ১ উইকেট নিয়ে ম্যাচের সেরা স্বর্ণা।
পাঁচ ম্যাচে আবাহনীর তৃতীয় জয় এটি।
ইউল্যাব ক্রিকেট মাঠে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৩৬ রানে হারায় বিকেএসপি।
১২৬ রানে ৬ উইকেট হারানো বিকেএসপিকে ১৯৩ রানে নিয়ে যায় ফারজানা ইয়াসমিন। আটে নেমে ৪১ বলে ৩৮ রান করেন তিনি। ওপেনিংয়ে সুমাইয়া আক্তার সুবর্ণা করেন ৩০ রান।
খেলাঘরের শানু উইকেট নেন ৪টি, সুলতানা খাতুন ও হ্যাপি ইসলাম ২টি করে।
রান তাড়ায় খেলাঘরের রান এক পর্যায়ে ছিল ২ উইকেটে ১০৫। এরপর একের পর এক উইকেট হারিয়ে ১৫৭ রানে গুটিয়ে যায় তারা।
তিনে নেমে সর্বোচ্চ ৩৬ রান করেন জামিলা আক্তার রুমি, ওপেনিংয়ে নিপা আক্তার করেন ২৮ রান।
খেলাঘরের নিশিতা আক্তার ৩ উইকেট নেন ৪১ রানে। ৩৮ রান করা ফারজানা ম্যাচ সেরা হন ২টি উইকেটও নিয়ে।
পাঁচ ম্যাচে চার জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখল বিকেএসপি। পাঁচ ম্যাচে চার জয় পেয়েছে গুলশান ইয়ুথ ক্রিকেট ক্লাবও। তবে রান রেটে পিছিয়ে থেকে তারা আছে দুইয়ে।