পিসিবি আয়োজিত ঘরোয়া টুর্নামেন্ট বাদ দিয়ে ক্লাব ক্রিকেটে ‘খেলায়’ সমালোচনার মুখে পড়েছেন মোহাম্মদ রিজওয়ান।
Published : 18 Mar 2025, 10:39 PM
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আয়োজিত ঘরোয়া টুর্নামেন্ট বাদ দিয়ে মোহাম্মদ রিজওয়ান স্থানীয় একটি ক্লাবের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর এসেছে দেশটির সংবাদমাধ্যমে। এতে এই কিপার-ব্যাটসম্যান বোর্ডকে ‘অপমানিত’ করেছে বলে মনে করছেন পাকিস্তানের সাবেক পেসার সিকান্দার বাখত। এজন্য কঠোর ব্যবস্থা নিতে বলেছেন তিনি।
রিজওয়ানের নেতৃত্বে ঘরের মাঠে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। আসরে তার ব্যক্তিগত পারফরম্যান্সও ভালো ছিল না তেমন। এতে প্রবল সমালোচনার মুখে পড়েন তিনি। তাকে ও আরেক সিনিয়র ক্রিকেটার বাবর আজমকে বাদ দিয়ে নিউ জিল্যান্ডে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। সেখানে প্রথম দুই ম্যাচে পাত্তাই পায়নি সালমান আলি আগার নেতৃত্বাধীন দলটি।
পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’-এর সোমবারের প্রতিবেদনে লেখা হয়, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের পর ওমরাহ করতে সৌদি আরবে যান রিজওয়ান। সেখান থেকে নিজ শহর পেশাওয়ারে ফিরে ১৮ দলের চলমান ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে অংশগ্রহণের পরিবর্তে ক্লাব ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেন তিনি। তার ক্লাব ক্রিকেটে খেলার একটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সেখানে দাবি করা হয়, ম্যাচে তিনি অপরাজিত সেঞ্চুরি করেছেন।
ডানেডিনে মঙ্গলবার নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের হারের পর ‘জিও সুপার’কে সিকান্দার বলেন, পিসিবির আয়োজিত টুর্নামেন্টে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের অবশ্যই খেলা উচিত। এ ব্যাপারে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান পাকিস্তানের হয়ে ২৬ টেস্ট ও ২৭ ওয়ানডে খেলা সিকান্দার।
“তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মচারী। তারা প্রতি মাসে ৬০ লাখ রুপি বেতন পায়, তাই পিসিবি যে টুর্নামেন্ট আয়োজন করছে, সেখানে তাদের অবশ্যই খেলতে হবে। অন্যথায় সেটা সরাসরি পিসিবির বিরুদ্ধে যায়। তাদের নিশ্চিত করতে হবে যে, খেলোয়াড়রা (তাদের টুর্নামেন্টে খেলতে) প্রস্তুত আছে। কেউ যদি ক্লাব ক্রিকেট খেলে এবং বোর্ড যে টুর্নামেন্ট আয়োজন করেছে সেখানে না খেলে, এর অর্থ হলো সে পিসিবিকে অপমান করছে।”
“এমনটা হওয়া উচিত নয়। মহসিন নাকভির কঠোর হওয়া উচিত। তিনি একজন ভদ্র লোক, কিন্তু তাকে অন্য উপায় বের করতে হবে। আপনাকে জিজ্ঞেস করতে হবে, কী হচ্ছে। কঠোর হন। তাদের কেন্দ্রীয় চুক্তি বাতিল করুন।”
রিজওয়ান ও বাবর টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ার পর পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ আকিব জাভেদও বলেছিলেন, এই ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত।