ক্রিকেটপ্রেমীরা বিকাশ, ক্রেডিট বা ডেবিট কার্ডে পেমেন্টের মাধ্যমে এ সেবা নিতে পারবেন।
Published : 16 Feb 2025, 07:21 PM
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর তিন দিন আগে ক্রিকেটপ্রেমীদের জন্য এবারের আসরের সব ম্যাচ ‘নিরবচ্ছিন্নভাবে’ সরাসরি সম্প্রচারের ঘোষণা দিয়েছে ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম ‘টফি’।
রোববার টেলিযোগাযোগ সেবাদাতা কোম্পানি ‘বাংলালিংক’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৯৯ টাকায় ‘১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত টুর্নামেন্ট উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
ব্যবহারকারীদের জন্য এ সেবা আরও সহজ এবং সাশ্রয়ী করতে বাংলালিংক ছাড়াও অন্য অপারেটরের গ্রাহকদের জন্য বেশ কয়েক রকম ‘সাবস্ক্রিপশন প্ল্যান’ আনার কথাও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
ক্রিকেটপ্রেমীরা বিকাশ, ক্রেডিট বা ডেবিট কার্ডে পেমেন্টের মাধ্যমে এ সেবা নিতে পারবেন।
বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “টফিতে আমরা বাংলাদেশের সব ক্রিকেটপ্রেমীর জন্য নিরবচ্ছিন্ন এবং উচ্চ-মানসম্পন্ন স্ট্রিমিং অভিজ্ঞতা নিশ্চিতে বদ্ধপরিকর।”
এছাড়া টফিতে ব্যবহারকারীদের জন্য ‘প্রি-ম্যাচ শো’, ‘মিড-ম্যাচ কুইজ’ ও ‘ম্যাচ পরবর্তী বিশ্লেষণ’ থাকবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। গ্রাহকরা সাবস্ক্রিপশন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন টফির ওয়েবসাইটে।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি প্রাথমিকভাবে হওয়ার কথা ছিল পাকিস্তানে। ভারত সরকার তাদের দলকে পাকিস্তান সফরে যাওয়ার অনুমতি না দেওয়ায় তৈরি হয় সঙ্কট।
শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হয়। সেজন্য ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।
১৯৯৬ সালে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের পর এই প্রথম পাকিস্তানে হচ্ছে কোনো আইসিসি টুর্নামেন্ট। পাকিস্তানে খেলা হবে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে।
টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউ জিল্যান্ড। ‘বি’ গ্রুপের চার দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে দল যাবে সেমি-ফাইনালে।
প্রথম সেমি-ফাইনাল দুবাইয়ে এবং দ্বিতীয় হবে সেমি-ফাইনাল লাহোরে। ভারত ফাইনালে উঠলে শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে দুবাইয়ে। আর ভারত ফাইনালে না উঠলে ম্যাচটি হবে লাহোরে।
বুধবার করাচিতে পাকিস্তান ও নিউ জিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে ‘চ্যাম্পিয়ন্স ট্রফি’র এবারের আসর।