জাতীয় ক্রিকেট লিগ
জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে জয় পেয়েছে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম।
Published : 18 Nov 2024, 04:32 PM
দারুণ বোলিং করেও আগের ম্যাচগুলোতে ৩-৪ উইকেটে থেমে যাচ্ছিলেন সৈয়দ খালেদ। পঞ্চম রাউন্ডে তিনি পেয়েছেন ৫ উইকেটের স্বাদ। তার চমৎকার বোলিংয়ে ঢাকা মেট্রোকে গুঁড়িয়ে ইনিংস ব্যবধানে জয় পেয়েছে সিলেট।
জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে সিলেটের পাশাপাশি তিন দিনের মধ্যেই জিতে গেছে ঢাকা ও চট্টগ্রাম। ইমরুল কায়েসের বিদায়ী ম্যাচে খুলনার বিপক্ষে ঝড়ো ফিফটি করে ম্যাচ শেষ করেছেন ঢাকার ওপেনার রনি তালুকদার।
রনির ফিফটিতে ঢাকার সহজ জয়
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনাকে ৯ উইকেটে হারিয়েছে ঢাকা। ১০৪ রানের লক্ষ্য মাত্র ১৭.২ ওভারেই ছুঁয়ে ফেলেছে তারা।
প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের বিদায়ী ম্যাচে শেষ ওভারে বল তুলে নেন ইমরুল কায়েস। তার দ্বিতীয় বলে ম্যাচ শেষ করে দেন রনি তালুকদার।
বোলারদের দাপটের ম্যাচে প্রথম ইনিংসে ১৭২ রান করে খুলনা। পরে ঢাকাকে ১৬০ রানে গুঁড়িয়ে দিয়ে তারা পায় ১২ রানের লিড। তবে দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে খুলনাকে মাত্র ৯১ রানে অলআউট করে দেয় ঢাকা।
ম্যাচের তৃতীয় দিন রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই জয়রাজ শেখের উইকেট হারায় ঢাকা। তবে এরপর আর সাফল্য পায়নি খুলনা। মাত্র ৯৯ বলে ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ শেষ করেন রনি ও আরিফুল ইসলাম।
৮ চারের সঙ্গে ৩ ছক্কায় ৫৪ বলে ৬২ রান করেন রনি। আরিফুলের ব্যাট থেকে আসে ৬ চার ও ১ ছক্কায় ৪৫ বলে ৪২ রান।
দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ঢাকার পেসার সুমন খান।
পাঁচ ম্যাচে ঢাকার এটিই প্রথম জয়। সঙ্গে ৪ ড্রয়ে মোট ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে তারা। সমান ম্যাচে এক জয়, এক পরাজয় ও তিন ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে ছয়ে খুলনা।
সংক্ষিপ্ত স্কোর
খুলনা ১ম ইনিংস: ১৭২
ঢাকা ১ম ইনিংস: ১৬০
খুলনা ২য় ইনিংস: ৯১
ঢাকা ২য় ইনিংস: (লক্ষ্য ১০৪) ১৭.২ ওভারে ১০৪/১ (জয়রাজ ০, রনি ৬২*, আরিফুল ৪২*; আল আমিন ৬-১-৩৮-১, মাসু ৩-০-২১-০, আরিদুল ৫-১-২০-০, নাহিদুল ১-০-১৮-০, পারভেজ ১-০-৫-০, ইমরুল ১.২-১-২-০)
ফল: ঢাকা ৯ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সুমন খান
খালেদের ৫ উইকেট, সিলেটের দাপুটে জয়ে
খুলনার শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসেও সিলেটের পেসারদের আগুনে পুড়েছে ঢাকা মেট্রোর ব্যাটিং। তাদেরকে মাত্র ১০৭ রানে গুটিয়ে দিয়ে ইনিংস ও ১৩৯ রানে জয় পেয়েছে সিলেট।
প্রথম ইনিংসে মেট্রোর ১৩০ রানের জবাবে ৩৭৬ রান করেছিল সিলেট।
পাঁচ ম্যাচে সিলেটের এটি তৃতীয় জয়। এর সঙ্গে আরও দুই ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও পোক্ত করল তারা। সমান ম্যাচে দুটি করে জয়-পরাজয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে মেট্রো।
একমাত্র ইনিংসে চমৎকার সেঞ্চুরি করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন সিলেট অধিনায়ক অমিত হাসান।
৪ উইকেটে ৪৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে আর মাত্র ৫৮ রান করতে পারে মেট্রো। দলের সর্বোচ্চ ৩৪ রান আসে মার্শাল আইয়ুবের ব্যাট থেকে। এছাড়া শেষ দিকে আবু হায়দারের ২৮ রানের সৌজন্যে একশ পূর্ণ করে তারা।
৪৫ রান খরচায় ৫ উইকেট নেন খালেদ। প্রথম শ্রেণির ক্যারিয়ারে তার অষ্টম ৫ উইকেট। আরেক পেসার রেজাউর রহমান রাজার শিকার ৩টি।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ১৩০
সিলেট ১ম ইনিংস: ৩৭৬
ঢাকা মেট্রো ২য় ইনিংস: ৩৩.৪ ওভারে ১০৭ (আগের দিন ৪৯/৪) (নাঈম ৮, মাহফিজুল ৭, আইচ ৬, তাহজিবুল ৩, আমিনুল ১৪, মার্শাল ৩৪, শামসুর ০, আবু হায়দার ২৮, রকিবুল ২, আরিফ ০, ফাহিম ০*; খালেদ ১১-২-৪৫-৫, নাসুম ৭.৪-৩-৭-১, তোফায়েল ৩-২-১০-০, রাজা ৮-০-৩৯-৩, নাঈম ৪-১-৬-১)
ফল: সিলেট ইনিংস ও ১৩৯ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: অমিত হাসান
রাজশাহীকে হারাল চট্টগ্রাম
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে ৯ উইকেটে জিতেছে স্থানীয় দল। ৮১ রানের লক্ষ্য ছুঁতে তাদের লেগেছে ১৭.৪ ওভার।
প্রথম ইনিংসে রাজশাহীর ১১২ রানের জবাবে চট্টগ্রাম করে ২৫২ রান। ১৪০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয়বার ২২০ রান করতে পারে রাজশাহী। তবে তা যথেষ্ট হয়নি।
৮ উইকেটে ২০২ রান নিয়ে খেলা শুরু করে সোমবার আর মাত্র ১৮ রান করে রাজশাহী।
রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ৪৬ রান যোগ করেন সাদিকুর রহমান ও পারভেজ হোসেন। ১৬ রান করে ফেরেন পারভেজ। ৫ চার ও ১ ছক্কায় ৪৬ বলে ৪৭ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন সাদিকুর।
দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন আহমেদ শরিফ।
পাঁচ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠেছে চট্টগ্রাম। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাতে রাজশাহী।
সংক্ষিপ্ত স্কোর
রাজশাহী ১ম ইনিংস: ১১২
চট্টগ্রাম ১ম ইনিংস: ২৫২
রাজশাহী ২য় ইনিংস: ৬২.৪ ওভারে (আগের দিন ২০২/৮) (শাকির ৪৭, আলি ১৬, মোহর ০*; ইফরান ৯-০-৪২-২, ফাহাদ ১০-৩-২৭-০, নাঈম ১৮.৪-৪-৪৯-৩, শরিফ ১৫-২-৫৫-৫, আশরাফুল ১০-২-৩৭-০)
চট্টগ্রাম ২য় ইনিংস: (লক্ষ্য ৮১) ১৭.৪ ওভারে ৮৩/১ (সাদিকুর ৪৭*, পারভেজ ১৬, সাজ্জাদুল ১৭*; আলি ৪-০-২০-০, সানজামুল ৭-০-৩৮-১, মোহর ৪-১-৭-০, ওয়াসি ১.৪-০-১১-০, কিবরিয়া ১-০-৪-০)
ফল: চট্টগ্রাম ৯ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: আহমেদ শরিফ