বোর্ডার-গাভাস্কার ট্রফি
তাদের প্রত্যেকেরই সিরিজে ভালো করার সামর্থ্য আছে বলে মনে করেন ভারত অধিনায়ক।
Published : 24 Dec 2024, 07:07 PM
অস্ট্রেলিয়া সফরে রিশাভ পান্ত, শুবমান গিল ও ইয়াসাশভি জয়সওয়ালের ওপর যতটা প্রত্যাশা ছিল, তা এখনও পূরণ করতে পারেননি তারা। তবে এই ব্যাটিং ত্রয়ীকে নিয়ে খুব বেশি চিন্তিত নন রোহিত শার্মা। ভারত অধিনায়ক স্পষ্ট করেই বললেন, ব্যাটসম্যানদের মানসিকতায় হস্তক্ষেপ করতে চায় না টিম ম্যানেজমেন্ট।
চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে পার্থে ২৯৫ রানের বড় জয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে যায় ভারত। তবে অ্যাডিলেইডে গোলাপি বলের টেস্টে সফরকারীদের ব্যাটিং গুঁড়িয়ে ১০ উইকেটের জয়ে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। ব্রিজবেনে তৃতীয় টেস্ট হয় ড্র।
প্রথমবার অস্ট্রেলিয়া সফরে যাওয়া জয়সওয়াল পার্থে শূন্য রানে ফেরার পর ১৬১ রানের দারুণ ইনিংস খেলেন বটে; কিন্তু পরের চার ইনিংসে একবারও ২৫ পর্যন্ত যেতে পারেননি। সবশেষ তিন ইনিংসে তার সর্বোচ্চ স্কোর অপরাজিত ৪।
আরেক টপ অর্ডার ব্যাটসম্যান গিল চোটের কারণে খেলতে পারেননি প্রথম টেস্টে। পরের দুই টেস্টে খেলে উল্লেখযোগ্য কিছু তিনি করতে পারেননি। তিন ইনিংসে করেন ৩১, ২৮ ও ১ রান।
কঠিন পরিস্থিতিতে ব্যাটিংয়ে নেমে ভালো কিছুর ইঙ্গিত দিয়েও বারবার ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন পান্ত। সিরিজে এখন পর্যন্ত পাঁচ ইনিংসে ১৯.২০ গড়ে এই কিপার-ব্যাটসম্যানের রান ৯৬। সর্বোচ্চ ইনিংস ৩৭।
আগামী বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে চতুর্থ টেস্ট। মঙ্গলবার সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ায় আগের দুই সিরিজে পান্তের পারফরম্যান্সের প্রসঙ্গ টেনে রোহিত বললেন, তর ওপর কোনো কিছু চাপিয়ে দিতে চান না তারা।
“তার ওপর কোনো চাপ নেই। ভারতে তার সাম্প্রতিক ফর্ম বেশ ভালো এবং অস্ট্রেলিয়ায় তার রেকর্ড ভালো।
ভারতে সবশেষ পাঁচ টেস্টে ৪৬.৮৮ গড়ে পান্তের রান ৪২২। চলতি সিরিজের আগে অস্ট্রেলিয়ায় ৭ টেস্টে ৬২.৪ গড়ে তিনি করেন ৬২৪ রান।
পান্তের পর গিল ও জয়সওয়ালের কথা তুলে ধরে রোহিত বলেন, তাদের প্রত্যেকেরই সিরিজে ভালো করার সামর্থ্য আছে, স্রেফ ম্যাচ পরিস্থিতি নিয়ে তাদের কিছুটা দিকনির্দেশনা দেওয়া দরকার।
“এই ছেলেগুলো- গিল, জয়সওয়াল ও পান্ত একই অবস্থায় আছে। তাদের প্রক্রিয়াকে জটিল না করি। তারা জানে তাদের কাছে প্রত্যাশা কী।”
“ম্যাচ প্রক্রিয়া এবং ছোট বিষয়গুলো নিয়ে তাদের সচেতন করতে হবে। তাদের পরিকল্পনা ও ভাবনার প্রক্রিয়াকে জটিল করার দরকার নেই।”