শিশুদের জন্য বৈচিত্র্যময় বৈজ্ঞানিক উদ্ভাবন প্রদর্শনী, পাপেট শো ও পাপেট পরিচালনার প্রশিক্ষণ সেশন, ফেইস পেইন্টিংসহ নানা সৃজনশীল ও মননশীল কাজের আয়োজন রাখা হয় সেখানে।
Published : 16 Apr 2025, 07:55 PM
বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর যমুনা ফিউচার পার্কে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার যমুনা গ্রুপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ফিউচার ওয়ার্ল্ড এ ‘ঢাকা ড্যান্স অ্যান্ড আর্ট সেন্টার’ এর শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে নববর্ষ উদযাপন শুরু হয়।
সেখানে শিশুদের জন্য বৈচিত্র্যময় বৈজ্ঞানিক উদ্ভাবন প্রদর্শনী, পাপেট শো ও পাপেট পরিচালনার প্রশিক্ষণ সেশন, ফেইস পেইন্টিংসহ নানা সৃজনশীল ও মননশীল কাজের আয়োজন রাখা হয়।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিশু শিল্পীদের পরে সনদ দেওয়া হয় যমুনা ফিউচার পার্ক এর পক্ষ থেকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যমুনা ফিউচার পার্ক নিয়মিত এমন ‘নান্দনিক ও শিক্ষামূলক’ আয়োজনের মাধ্যমে শিশুদের সৃজনশীলতা এবং বাঙালি সংস্কৃতিকে তুলে ধরতে কাজ করে যাচ্ছে।