চুক্তি অনুযায়ী ঢালাই স্পেশাল সিমেন্টের ব্যবহার ও কার্যকারিতা নিয়ে গবেষণা করবে বুয়েটের প্রতিষ্ঠানটি।
Published : 20 Mar 2025, 05:59 PM
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একটি ইউনিট ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।
এর মাধ্যমে ঢালাই স্পেশাল সিমেন্টের ব্যবহার ও কার্যকারিতা নিয়ে বুয়েটের প্রতিষ্ঠানটি গবেষণা করবে বলে মেঘনা গ্রুপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম এবং বুয়েটের পক্ষে অধ্যাপক মুহাম্মদ শরীফুল ইসলাম এমওইউতে সই করেন।
ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ সেলস অফিসার সঞ্জীব কুমার সাহা, সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, সিনিয়র ডিজিএম (টিএসবিডি) সুদীপ্ত রায়, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (টিএসবিডি) বিদ্যুৎ কুমার বনিক, বুয়েটের ফ্যাকাল্টি অব সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক আব্দুল জলিল, ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রধান অধ্যাপক জাকারিয়া আহমেদ, প্রিন্সিপাল ইনভেস্টিগেটর অধ্যাপক রাকিব আহসান, অধ্যাপক মোয়াজ্জেম হোসেন ও অধ্যাপক তাহসীন রেজা হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।