Published : 26 Jun 2023, 05:24 PM
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মধ্যে ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন স্বাক্ষরিত হয়েছে।
শনিবার ঢাকার একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
এতে বলা হয়, চুক্তিতে ইউজিসির পক্ষে স্বাক্ষর করেন সচিব ড. ফেরদৌস জামান, আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে রেজিস্ট্রার শফিকুল আলম তাতে স্বাক্ষর করেন।
এ অনুষ্ঠানে ইউজিসির সাথে দেশের মোট ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোকে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে প্রয়োজনীয় সকল সহযোগিতা নিয়ে সরকার বিশ্ববিদ্যালয়গুলোর পাশে আছে।”
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউজিসি সদস্য অধ্যাপক সাজ্জাদ হোসেন, অধ্যাপক মুহাম্মদ আলমগীর, অধ্যাপক বিশ্বজিৎ চন্দ ও অধ্যাপক আবু তাহের।