বৃত্তি পাওয়া এসব শিক্ষার্থীর বেশির ভাগই ছিল নারী শিক্ষার্থী।
Published : 11 Mar 2024, 05:01 PM
ভালো ফল করায় স্প্রিং, সামার ও ফল সেমিস্টারের ২৪৯ জন শিক্ষার্থীকে ‘মেধা বৃত্তি’ দিয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।
বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে রোববার এক অনুষ্ঠানে তাদের বৃত্তি প্রদান করা হয় বলে সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। বৃত্তি পাওয়া এসব শিক্ষার্থীর বেশির ভাগই ছিল নারী শিক্ষার্থী।
অনুষ্ঠানে মেধা বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং।
তিনি অভিনন্দন জানিয়ে বলেন, ছাত্রজীবনে পাওয়া এমন বৃত্তি তাকে এ অবস্থান অর্জন করতে অনুপ্রাণিত করেছিল।
“শুধুমাত্র উঁচু উঁচু ভবন এবং ফ্লাইওভার নির্মাণই যথেষ্ট উন্নয়ন নয়, বরং শিক্ষা ও জ্ঞানের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটানো সত্যিকারের উন্নয়ন।”
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এইচ এন আশিকুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামস রহমান অনুষ্ঠানে বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, ডিন, শিক্ষক, কর্মকর্তা, বৃত্তি পাওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।