‘প্রিয় স্বাধীনতা’ শীর্ষক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ।
Published : 07 Apr 2024, 05:32 PM
মুক্তিযু্দ্ধ নিয়ে আরও গভীরভাবে জানতে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতা এবং গণহতা দিবস পালনে ‘রিমেম্বারিং দ্য ১৯৭১ জেনোসাইড’ শীর্ষক আলোচনা সভা হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে।
গত বুধবার কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ডিজিটাল মাধ্যমে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের দুই হাজারের বেশি শিক্ষক-শিক্ষার্থী-কর্মী অংশ নেয়।
এছাড়া ‘রিমেম্বারিং দ্য ১৯৭১ জেনোসাইড’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজের অধ্যাপক নাহিদ আফরোজ কবির ২৫শে মার্চ হানাদার বাহিনীর নির্মম হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করেন।
পাকিস্তানি বাহিনীর নৃশৃংশতার বিভিন্ন চিত্র তুলে ধরে তিনি বলেন, “গণহত্যার জন্য বাংলাদেশের জনগণের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত।”
‘প্রিয় স্বাধীনতা’ শীর্ষক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ।
সবচেয়ে কম সময়ে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হন ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী আসিফ ইকবাল খান নুহাশ, শামিউর রহমান এবং মো. জাওয়াদুল হক, নিউ ক্যাম্পাসের সাইট ইঞ্জিনিয়ার মো. মাহতাব উদ্দিন, আইটি সিস্টেমস অফিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আব্দুল মালেক এবং ডিপার্টমেন্ট অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট মো. ইশমাম তাসিন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ বলেন, “অনেক রক্ত এবং ত্যাগের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা লাভ করেছি। মহান মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গকারীদের এই রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। যে কোনো মূল্যে আমাদের স্বাধীনতার চেতনাকে সমুন্নত রেখে একটি সুখী-সমৃদ্ধ জাতি গড়তে হবে। আমাদের শিক্ষার্থীসহ সবাইকে এই দায়িত্বটা নিতে হবে।”