এই কনফারেন্সে চারটি প্যানেল আলোচনা এবং সেই সাথে অংশগ্রহণকারীদের জন্য উন্মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।
Published : 01 Nov 2023, 08:18 PM
ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে) এবং জর্জটাউন ইউনিভার্সিটির বার্কলি সেন্টার ফর রিলিজিয়ন পিস অ্যান্ড ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের ওয়ার্ল্ড ফেইথস ডেভেলপমেন্ট ডায়ালগের (ডব্লিউএফডিডি) যৌথ উদ্যোগে ‘সামাজিক সংহতি’ নিয়ে কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক ইউনিভার্সিটি জানায়, সম্প্রতি ঢাকায় ‘দ্য ইন্টারসেকশনস অফ ফেইথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক জাতীয় পর্যায়ের এই কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে স্বাগত বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির জেনারেল এডুকেশনের ডিন এবং সিপিজের রিসার্চ ফেলো ড. সামিয়া হক।
ধর্মীয় বিশ্বাসকে সামাজিক সংহতি বোঝার এবং প্রসারিত করার একটি অবিচ্ছেদ্য অঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “একটি জাতির উন্নয়নে ধর্মীয় বিশ্বাসের ভূমিকা বাড়ানোর জন্য সমন্বিত, সুচিন্তিত এবং সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে ফেডারেল রিপাবলিক অফ জার্মানির দূতাবাসের শার্জ ডি’অ্যাফেয়ার্স মি. জান-রল্ফ জানোস্কি বিশ্বের বিভিন্ন সম্প্রদায়কে একত্রিত করতে সঠিক যোগাযোগ পদ্ধতি মেনে এবং উপযুক্ত মানুষদের সাথে ধর্মীয় বিশ্বাসের ওপর কথোপকথনের গুরুত্বের উপর জোর দিয়েছেন।
উন্নয়নের অন্যান্য সকল ক্ষেত্রকে গভীরভাবে প্রভাবিত করার ক্ষেত্রে ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে মন্তব্য করেন ওয়ার্ল্ড ফেইথস ডেভেলপমেন্ট ডায়ালগের নির্বাহী পরিচালক ক্যাথরিন মার্শাল।
তিনি বলেন, “এটি গুরুত্বপূর্ণ। কারণ উন্নয়ন-সম্পর্কিত আলোচনা এবং সিদ্ধান্তে এটিকে প্রায়শই উপেক্ষা করা হয়।”
এই কনফারেন্সে চারটি প্যানেল আলোচনা এবং সেই সাথে অংশগ্রহণকারীদের জন্য উন্মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে সমাপনী বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের নির্বাহী পরিচালক মঞ্জুর হাসান।