এ মেশিন থেকে ‘ফ্রেশ অনন্যা’ ব্র্যান্ডের স্যানিটারি ন্যাপকিন সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন ছাত্রীরা।
Published : 14 Feb 2024, 05:33 PM
কুমিল্লার চৌদ্দগ্রামে আলহাজ্ব নূর মিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রীদের কাছে স্যানিটারি ন্যাপকিন বিক্রি করতে ভেন্ডিং মেশিন স্থাপন করেছে মেঘনা গ্রুপ।
এ মেশিন থেকে ‘ফ্রেশ অনন্যা’ ব্র্যান্ডের স্যানিটারি ন্যাপকিন সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন ছাত্রীরা।
মেঘনা গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কলেজ প্রাঙ্গণে এ ভেন্ডিং মেশিন স্থাপনের সময় কলেজের অধ্যক্ষ শাহনাজ আক্তার লাভলী, উপাধ্যক্ষ মুহাম্মদ মহিব উল্লাহসহ মেঘনা গ্রুপের কর্মকর্তা এবং নারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ সম্প্রতি হেলথ অ্যান্ড হাইজিন ক্যাটাগরিতে ‘ফ্রেশ অনন্যা’ স্যানিটারি ন্যাপকিন বাজারে এনেছে।
ন্যাশনাল হাইজিন সার্ভে ২০১৮ এর বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে মাত্র ২৯ শতাংশ নারী স্যানিটারি প্যাড ব্যবহার করে।