কর্মশালার বিষয় ছিল ‘বাংলাদেশে একটি টেকসই লাইফস্টাইল ব্র্যান্ড গড়ে তোলা: ভবিষ্যতের ব্র্যান্ড ম্যানেজারদের জন্য পাঠ’।
Published : 16 May 2024, 07:42 PM
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে টেকসই লাইফস্টাইল ব্র্যান্ড গড়ে তোলা নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ও আন্তর্জাতিক ব্যবসা বিভাগ গত মঙ্গলবার ‘বাংলাদেশে একটি টেকসই লাইফস্টাইল ব্র্যান্ড গড়ে তোলা: ভবিষ্যতের ব্র্যান্ড ম্যানেজারদের জন্য পাঠ’ শীর্ষক এ সেশন আয়োজন করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মশালায় টেকসই ব্যয়ের ক্রমবর্ধমান গুরুত্ব এবং সফল ব্র্যান্ড তৈরিতে এর ভূমিকা তুলে ধরা হয়েছে।
সেশনে মূল বক্তা ছিলেন এ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, লাইফস্টাইল ব্র্যান্ড বাহ্ ও ডিজিটাল মার্কেটপ্লেস কৃষ্টি বাই বাগডুমের প্রতিষ্ঠাতা মিরাজুল হক। তিনি ব্যবসায় টেকসই অনুশীলন করার বিষয়ে তার অভিজ্ঞতা তুলে ধরেন।
কর্মশালায় একটি প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অংশগ্রহণকারীদের শিল্প বিশেষজ্ঞের সঙ্গে যুক্ত করে জ্ঞান অর্জনের ব্যবস্থা করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে সমাপনী বক্তব্য দেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন হেলাল আহমদ। তিনি সম্পদের পুনর্ব্যবহার ও সংরক্ষণের তাৎপর্যের গুরুত্ব তুলে ধরেন।