নতুন ভর্তি শিক্ষার্থীদের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ৩০ সেপ্টেম্বর থেকে, সিদ্ধান্ত সিন্ডিকেট সভায়।
Published : 13 Sep 2024, 01:44 AM
বৈষম্যবিরোধী আন্দোলনের উত্তাল ঢেউ, আওয়ামী লীগ সরকারের পতন; অন্তর্বর্তী সরকার গঠনের মত ঘটনাবহুল আড়াই মাস পেরিয়ে আবার ক্লাস শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
বাসস লিখেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি সভা থেকে সিদ্ধান্ত এসেছে, আগামী ২২ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে।
উপাচার্য নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে সভায় গৃহীত এই সিদ্ধান্ত পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম বর্ষ ছাড়া অন্য সব বর্ষের ক্লাস ২২ সেপ্টেম্বর থেকে শুরুর সিদ্ধান্ত হয়েছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ৩০ সেপ্টেম্বর থেকে।
শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আন্তঃব্যক্তিক সম্পর্ক উন্নয়ন এবং দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে বিভাগ, ইনস্টিটিউট, অনুষদ ও কেন্দ্রীয় পর্যায়ে যেসব প্রস্তাব গ্রহণ করা হয়েছে, সেগুলো বাস্তবায়নধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
গত ১ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম প্রায় বন্ধ ছিল। একদিকে শিক্ষকদের সর্বজনীন পেনশন কাঠামোয় অন্তর্ভুক্তির বিরোধিতা, অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন- এই দুই ধাক্কায় প্রায় আড়াই মাস একাডেমিক কার্যক্রম স্থবির ছিল।
প্রবল গণআন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয় ১৭ জুলাই থেকে। তারপর আন্দোলন, গণঅভ্যুত্থান, সরকার পতন, উপাচার্য বদল; অনেক ঘটনার মধ্য দিয়ে পার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার ক্লাস শুরু হতে যাচ্ছে ২২ সেপ্টেম্বর।