২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বন্ধুরা এল, স্মৃতিভ্রমণের আড্ডা জমল
কেউ ক্যাম্পাস ছেড়েছেন সত্তর কিংবা আশির দশকে, কেউ আবার দুই-তিন বছর আগে। কারো মুখের বলিরেখায় বয়সের ভার; কেউ এখনও তরুণ তুর্কি। ঢাবির টিএসসিতে ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনে এসে সবাই যেন একাকার।