ইডাসের পুনর্মিলনীতে উচ্ছল প্রাক্তনীরা
আবারও ফিরে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থীদের স্মৃতিভ্রমণের সেই বিকাল-সন্ধ্যা; ইডাস এর মিলনমেলায় পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হল। ক্যাম্পাস জীবনের আড্ডায় কেটে গেল অনেকটা সময়। আনন্দ হল মন ভরে, একে অপরের সঙ্গে হলেন ক্যামেরাবন্দি।