“ছাত্রদল কারও রক্তচক্ষু উপেক্ষা করতে ভয় পায় না,” বলেন তিনি।
Published : 04 Jan 2025, 11:57 PM
দেশে একটি ‘গোপন সংগঠন’ ছাত্রদলকে নিয়ে ‘অপপ্রচার চালাচ্ছে’ বলে মন্তব্য করেছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
শনিবার রাতে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে তিনি বলেন, “ছাত্রদলকে নিয়ে এভাবে অপপ্রচার চালালে ভালো হবে না। ছাত্রদল কারও রক্তচক্ষু উপেক্ষা করতে ভয় পায় না। আগামী দিনে শিক্ষার্থীদের অধিকার গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণ ও মানুষের ভোটের অধিকার নিশ্চিতে ছাত্রদল ভূমিকা পালন করবে।”
ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের পর ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হন রাজু ভাস্কর্যের সামনে।
সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “পরাজিত শক্তি ছাত্রদলের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিশ্ববিদ্যালয়ের ২ জানুয়ারি সিন্ডিকেট সভাকে কেন্দ্র করে অপপ্রচারে লিপ্ত হয়েছে।
“ছাত্রদল একের পর এক ইতিবাচক কাজ করে শিক্ষার্থীদের মনে জায়গা করে নিয়েছে। হলগুলোতে আপনারা (ছাত্রদলের নেতাকর্মী) সহিষ্ণুতার পরিচয় দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মণিকোঠায় অবস্থান করছেন। তবে তৃপ্তির ঢেকুর তুললে চলবে না। সে ব্যাপারে সচেতন থাকবেন।”
সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূইয়া ইমন উপস্থিত ছিলেন।