উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jun 2022 11:17 PM BdST Updated: 23 Jun 2022 11:28 PM BdST
পরীক্ষার উত্তরপত্রে ‘মন ভালো নেই’ কথাটি লিখে বিভাগীয় তদন্তের মুখে পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
বৃহস্পতিবার ইংরেজি বিভাগের প্রথম সেমিস্টারের এক শিক্ষার্থীর ওই অতিরিক্ত উত্তরপত্রের প্রথম পৃষ্ঠার ছবি ফেইসবুকে ছড়িয়ে পড়ে।
এর উত্তর লেখার অংশে ‘স্যার আজকে আমার মন ভালো নেই’ লেখা রয়েছে।
উত্তরপত্রটি কোনো পরীক্ষার অংশ না হলেও এর বাম পাশে লাল কালিতে শূন্য নম্বর দিয়ে ‘বাতিল’ লিখে দেওয়া হয়েছে।
ফেইসবুকে ছড়িয়ে পড়া এ ছবি শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা ও হাস্যরস সৃষ্টি করলে প্রশাসন তৎপর হয়।
বিভাগের তলব পেয়ে ওই শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘মজা করে’ করা এই ঘটনা যে এতদূর যাবে, তা তিনি ভাবতে পারেননি।
“একটা অতিরিক্ত কাগজে মজা করে লিখেছিলাম। কিন্তু এতটা ছড়িয়ে পড়বে, আমি ভাবিনি৷ স্যাররাও ডেকেছেন আমাকে এ নিয়ে। আমি ক্ষমা চেয়েছি, কী হবে বুঝতেছি না।”
ঘটনার জন্য শিক্ষকদের কাছে এই শিক্ষার্থী ভুল স্বীকার করে নেন বলে জানিয়েছেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মমিন উদ্দীন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই শিক্ষার্থী অতিরিক্ত উত্তরপত্রটি কীভাবে সংগ্রহ করেছে, তা তারা জানার চেষ্টা করছেন।
“বিষয়টি আমাদের নজরে এসেছে, তার সাথে কথাও হয়েছে। তাকে আমরা রোববার ডেকেছি। তারপর এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
সহপাঠীকে লাঞ্চিত করে দুজন বহিষ্কৃত
সহপাঠীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, বিভাগটির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের খায়রুল ইসলাম ও মফিজুল্লা।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “একই বিভাগের শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়ে আনীত অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।”
কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তার লিখিত জবাবও চাওয়া হয়েছে।
-
বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
-
ঢাবি 'ক' ইউনিটে প্রথম ৩ জনের নম্বর সমান
-
ঢাবি 'গ' ইউনিটে প্রথম নটর ডেমের সারওয়ার
-
গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ করতে হবে সরকারকে: খলীকুজ্জমান
-
রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
-
আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
-
শিক্ষক হেনস্তার প্রতিবাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির
-
‘র্যাগ ডে’ আর নয়, ঢাবিতে নিয়ম মেনে ‘শিক্ষা সমাপনী উৎসব’
-
বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
-
ঢাবি 'ক' ইউনিটের ফল: প্রথম তিনজনের নম্বর সমান
-
ঢাবি 'গ' ইউনিটে প্রথম নটর ডেমের সারওয়ার, ভর্তির যোগ্য ১৪.৩০%
-
গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ করতে হবে সরকারকে: খলীকুজ্জমান
-
রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
-
আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ‘গ্যাস সঙ্কটের’ আঁচ বিদ্যুতে, বাড়ছে লোডশেডিং
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- 'গালতিয়ে পিএসজির কোচ হলে সবার জন্যই ভালো হবে'