এ আয়োজনে অংশ নেয় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৫৮টি দল।
Published : 17 Nov 2024, 10:10 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ‘জুলাই বিপ্লবের থিমে’ দেশের সবচেয়ে বড় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠত হয়ে গেল।
রোববার 'হাউজ অব ডিবেটরস' এর আয়োজনে ১৪-১৬ নভেম্বর অনুষ্ঠিত হয় অষ্টম শহীদ সার্জেন্ট জহুরুল হক স্মারক আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা-২০২৪।
'হাউজ অব ডিবেটরস' এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ আয়োজনে অংশ নেয় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৫৮টি দল।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকা আর রানার আপ দলকে ৭ হাজার টাকা করে পুরস্কৃত করা হয়েছে।
স্কুল কলেজ পর্যায়ের বিতর্কে জয়ী হয় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ডিবেটিং ক্লাব।
এই ফাইনালে বিতর্কের বিষয় ছিল- ‘এই সংসদ, বাংলাদেশের আগামী নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি সমর্থন করবে’।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে জয়ী হয় কবি জসিম উদ্দিন হল ডিবেট ক্লাব।
এই পর্যায়ের চূড়ান্ত পর্বের বিষয়বস্তু ছিল ‘এই সংসদ বিশ্ববিদ্যালয়ে জাতীয় রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট ছাত্র রাজনৈতিক সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করাকে সমর্থন করে’।
শনিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট পলিসি সদস্য মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী।
তিনি বলেন, “সিভিল সার্ভিসে যোগদান করতে বিতার্কিকদের এগিয়ে আসতে হবে। পলিসি মেকিংয়ে ডিবেটারদের অংশগ্রহণ দেশকে এগিয়ে নিয়ে যাবে।”
আয়োজনের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা বলেন, “শীতকালের এই বিশেষ সন্ধ্যায় কিছু তরুণ অন্যদের থেকে আলাদা করে চিন্তার মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠার চেষ্টায় লিপ্ত ন্যায়বিচার এর রাষ্ট্র প্রতিষ্ঠার পথে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া স্পিরিট ধারণ করে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিইউডিএস সভাপতি অর্পিতা গোলদার, হাউজ অফ ডিবেটার্স এর সভাপতি মোনেম শাহরিয়ার অন্তু।