শব্দদূষণের প্রতিবাদে ব্যতিক্রমী এ পদক্ষেপ নেওয়ার বিষয়ে শিক্ষার্থীদের ভাষ্য, একাধিকবার আশ্বাস দিয়েও উপাচার্য কোনো পদক্ষেপ নেননি।
Published : 08 Dec 2024, 01:24 AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবনের সামনে শব্দদূষনের প্রতিবাদ হিসেবে ঘণ্টা দুয়েক উচ্চশব্দে গান বাজিয়েছেন রোকেয়া ও শামসুন্নাহার হলের একদল শিক্ষার্থী।
শনিবার রাত ৯টার দিকে এ দুই হলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে সাউন্ডবক্সে উচ্চস্বরে গান বাজানো শুরু করেন।
দুই হলের নারী শিক্ষার্থীদের প্রতিবাদের ব্যতিক্রমী এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও ছিলেন।
ঘণ্টা দুয়েক গান বাজার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ শিক্ষার্থীদের উদ্দেশে একটি জরুরি বিজ্ঞপ্তি পড়ে শোনান এবং সবাইকে হলে ফেরার অনুরোধ করেন। এর পরিপ্রেক্ষিতে রাত ১১টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের ফটক থেকে সরে যান।
প্রক্টরের দপ্তর হতে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার কিংবা মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না।"
এর আগে নানা কর্মসূচিতে প্রতিবাদ জানিয়েও শব্দদূষণের সমাধান মেলেনি বলে অভিযোগ করেন
রোকেয়া হলের শিক্ষার্থী ফাতেমা শারমিন অ্যানি।
তিনি বলেন, “প্রতিবার আশ্বাস দিয়েও উপাচার্য কোনো পদক্ষেপ নেননি।
"আমাদের হলের শিক্ষার্থীরা ঘুমাতে পারেন না। যারা অসুস্থ, তাদের ভোগান্তি আরও বেশি। অথচ কোনো ব্যবস্থা না নিয়ে উপাচার্য তার বাসায় শান্তিতে ঘুমাচ্ছেন। আমরা তার ঘুম ভাঙাতে এসেছি।"
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রশাসনকে অবশ্যই এই সমস্যা সমাধান করতে হবে। ক্যাম্পাসের আবাসিক হল ও একাডেমিক ভবন এলাকায় যেন কোনোভাবে উচ্চস্বরে মাইক ও বক্স বাজানো না হয়, সেটা শক্তভাবে প্রতিরোধ করতে হবে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষার্থীদের দাবি অনুযায়ী বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞপ্তি অনুযায়ী পদক্ষেপ নেবে।"