আগামী ৮ জানুয়ারি পর্যন্ত এই অফার চলবে, বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Published : 02 Jan 2025, 07:29 PM
বেসরকারি স্টামফোর্ড ইউনিভার্সিটির স্প্রিং ২০২৫ সেমিস্টারে বিজ্ঞান, প্রকৌশল, আইন, ব্যবসায় শিক্ষা এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ১৪টি বিভাগের মোট ২৯টি প্রোগ্রামে ভর্তিতে চলছে মেলা, যেখানে ভর্তি ফির ওপর শতভাগ ও টিউশন ফির ওপর ১০ শতাংশ (প্রথম বছর) ছাড় চলছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এই অফার চলবে আগামী ৮ জানুয়ারি পর্যন্ত। এ ছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০০ শতাংশ (প্রথম সেমিস্টার) পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
২০০২ সালে প্রতিষ্ঠিত স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ১৪টি বিভাগের অধীন ২৯টি প্রোগ্রামে শিক্ষা কার্যক্রম চালু আছে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৫ এ দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৪তম ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি।
ভর্তি সম্পর্কিত বিশদ জানতে ০৯৬১৩-৬২২৬২২, +৮৮০১৩২১-১৪৩৬৩২ ও ০১৩২১-১৪৩৬৩৫ নম্বরে যোগাযোগ করতে বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।