শিক্ষা ক্যাডারের এ কর্মকর্তা কলেজটির অর্থনীতি বিভাগের শিক্ষক।
Published : 26 Mar 2025, 12:29 AM
ঢাকা কলেজে উপাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক পারভীন সুলতানা হায়দার।
শিক্ষা ক্যাডারের এ কর্মকর্তা কলেজটির অর্থনীতি বিভাগের শিক্ষক।
মঙ্গলবার তাকে ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
প্রজ্ঞাপনে ২৭ মার্চের মধ্যে তাকে আগের পদ থেকে ‘অবমুক্ত হয়ে’ নতুন পদে যোগ দিতে বলা হয়েছে।
এর আগে গত ৯ জানুয়ারির এক প্রজ্ঞাপনে সরকারি তিতুমীর কলেজের অধ্যাপক নাছিমা আক্তার চৌধুরীকে ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন দেয় শিক্ষা মন্ত্রণালয়।
পদায়ন পাওয়ার পর ওই মাসেই অবসরে যান অধ্যাপক নাছিমা। এরপর থেকে উপাধ্যক্ষের পদটি শূন্য ছিল।