তিনি প্রয়াত চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজের স্থলাভিষিক্ত হচ্ছেন।
Published : 08 Feb 2025, 07:55 PM
বেসরকারি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ফারাহনাজ ফিরোজ।
তিনি বিশ্ববিদ্যালয়টির প্রয়াত চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজের স্থলাভিষিক্ত হচ্ছেন বলে শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
গত জানুয়ারিতে ফাতিনাজ ফিরোজের মৃত্যুর পর বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে ফারাহনাজ ফিরোজকে চেয়ারম্যান করার সিদ্ধান্ত হয়। তিনি ২০১১ সাল থেকে বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন।
লন্ডনের কিংস্টন ইউনিভার্সিটি থেকে বায়োমেডিকেল সায়েন্সে স্নাতক সম্পন্নের পর মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর করেন ফারাহনাজ। জাপানের নারার কিন্দাই বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফারাহনাজ মাইক্রোবায়োলজির বিভিন্ন ক্লাস নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ স্টুডেন্ট ওয়েল ফেয়ারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার আগে তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থায় কাজ করেন।
“তার ২৫টি প্রকাশনা ও একটি বই প্রকাশিত হয়েছে। বেশ কয়েকটি সম্মেলনে মাইক্রোবায়োলজির বিষয়ে তিনি প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বাংলাদেশ সোসাইটি অফ মাইক্রোবায়োলজিরও আজীবন সদস্য।”
২০১৬ সাল থেকে তিনি ‘স্টামফোর্ড ফুড অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের’ ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। এর বাইরে তিনি ‘পেনি অ্যান্ড পিটারস প্যালিল্যান্ড’ নামের একটি ইনডোর খেলার মাঠের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা অংশীদার। পেনি ও পিটারের চরিত্রগুলো নিয়ে শিশুদের জন্য বইও লিখেছেন।
তিনি ২০২৫ সালের জন্য ‘জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল’ (জেসিআই) এর ‘ঢাকা হেরিটেজের’ সভাপতি নির্বাচিত হয়েছেন। তার কোষাধ্যক্ষ ও নির্বাহী সহসভাপতির দায়িত্বও সামলেছেন।
পুরনো খবর-