এ বছর স্কোপাস জার্নালের শীর্ষে থাকা ৭৮টি গবেষণার জন্য তাদের সম্মাননা দেওয়া হয়।
Published : 27 Feb 2024, 09:33 PM
অ্যাকাডেমিক উৎকর্ষ এবং ফলপ্রসূ গবেষণায় অবদানের স্বীকৃতিতে ৪৩ শিক্ষককে ‘কোয়ালিটি জার্নাল পাবলিকেশন্স অ্যাওয়ার্ড’ দিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর স্কোপাস জার্নালের শীর্ষে থাকা ৭৮টি গবেষণার জন্য ৪৩ জন গবেষককে মঙ্গলবার এক অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, “গবেষকদের ধারাবাহিকভাবে উদ্ভাবনের সাধনায় নিয়োজিত থাকতে হবে। সেখানে বিরতি দেওয়ার অর্থ হল যা অর্জিত হয়েছে, তা হারিয়ে ফেলা। অজানাকে জানার কোনো সীমা থাকতে পারে না।”
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ব্র্যাক ইউনিভার্সিটির গবেষকদের জন্য প্রযোজ্য ক্ষেত্রে সহায়তা করবে বলেও আশ্বাস দেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ, রিসার্চ মেট্রিক্স কমিটির চেয়ার এবং ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক একেএম আবদুল মালেক আজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মাহবুব রহমানমহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।