জাপানের পরিচালক নাগিসা ওশিমার ‘রহমান, দ্য ফাদার অব বেঙ্গল’ তথ্যচিত্রটি দেখানো হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
বুধবার এ সভায় বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের অধ্যাপক আবদুল মান্নান মূল বক্তব্য উপস্থাপন করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অধ্যাপক মান্নান বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পটভূমি তুলে ধরে বলেন, “পাকিস্তানি বাহিনী যখন বুঝতে পারে যে, পরাজয় আসন্ন তখন তারা প্রতিশোধে মত্ত হয়ে বিজয়ের মাত্র দুইদিন আগে এ হত্যাকাণ্ড চালায়। মূলত নতুন দেশটিকে মেধাশূন্য করতে ও বুদ্ধিবৃত্তিকভাবে পঙ্গু করে দিতেই তারা এ জঘন্য হত্যাকাণ্ড চালায়।”
আলোচনাসভায় ইউল্যাবের উপাচার্য ইমরান রহমান সূচনা বক্তব্য দেন।