কর্মবিরতির সঙ্গে প্রতিদিন এক ঘণ্টা অবস্থান কর্মসূচিও পালন করবেন শিক্ষকরা।
Published : 24 Jun 2024, 09:57 PM
সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে আধাবেলা করে তিন দিনের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
মঙ্গলবার থেকে এ কর্মবিরতির সঙ্গে প্রতিদিন এক ঘণ্টা অবস্থান কর্মসূচিও পালন করবেন শিক্ষকরা। তবে বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষাগুলো কর্মবিরতির আওতামুক্ত থাকবে।
সোমবার শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. নিজামুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। এই তিন দিন কলা ভবনের মূল ফটকে শিক্ষকরা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন।
সরকারের চালু করা সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপনকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে এর আওতামুক্ত রাখার দাবি জানিয়ে আসছেন শিক্ষকরা। গত এক মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
প্রত্যয় স্কিম প্রত্যাহার করে আগের পেনশন স্কিম চালু রাখা, ‘সুপার গ্রেডে’ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল কার্যকরের দাবিও জানিয়েছেন তারা।
সর্বজনীন পেনশন স্কিমে আগের চারটি স্কিমের সঙ্গে ‘প্রত্যয় স্কিম’ নামের একটি প্যাকেজ চালু করে অর্থ মন্ত্রণালয়।
এতে অন্তর্ভুক্ত থাকবেন সব ধরনের স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনস্থ অঙ্গ প্রতিষ্ঠানগুলোতে ২০২৪ সালের ১ জুলাই পরবর্তী সময়ে যোগ দেওয়া কর্মকর্তা বা কর্মচারীরা।
শিক্ষক সমিতির দাবি, এ স্কিম বৈষম্যমূলক। এতে আগামী ১ জুলাই এবং এর পরে নিয়োগ পাওয়া শিক্ষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।
এর আগে সংবাদ সম্মেলনে অধ্যাপক নিজামুল বলেন, “এ স্কিমের ফলে ১ জুলাইয়ের আগে ও পরে চাকরিতে যোগদান করা ব্যক্তিদের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক বৈষ্যম্য তৈরি হবে। যেটা সংবিধানের সমতার পরিপন্থি। প্রত্যয় স্কিমে মূল বেতন থেকে ১০ শতাংশ অর্থ কেটে নেওয়া হবে, যেটা আগে করা হত না। এ স্কিমে আনুতোষিক শুন্য।
“বর্তমানে পেনশনার ও নমিনি আজীবন পেনশনপ্রাপ্ত হন, কিন্তু নতুন এই স্কিমে পেনশনাররা ৭৫ বছর পর্যন্ত পেনশনপ্রাপ্ত হবেন। বিদ্যমান পেনশন ব্যবস্থায় প্রাপ্ত ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট পেতেন, সবর্জনীন পেনশন ব্যবস্থায় সেটা সুস্পষ্ট করা হয়নি।”
আরও পড়ুন:
সরকারি চাকরিতে ঢুকলেই 'সর্বজনীন পেনশনে'
প্রত্যয় স্কিম: মঙ্গলবার আধাবেলা কর্মবিরতির ঘোষণা বিশ্ববিদ্যালয় শি
প্রত্যয় স্কিম প্রত্যাহার না হলে ১ জুলাই থেকে শিক্ষকদের 'সর্বাত্মক ..
'প্রত্যয়' পেনশন স্কিম প্রত্যাহারে আন্দোলনের ডাক বিশ্ববিদ্যালয় শিক