Published : 07 Apr 2025, 05:28 PM
গাজায় ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনিদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে সংহতি সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। প্রায় কাছাকাছি সময়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রায়সাহেব বাজার মোড় ঘুরে ভিক্টোরিয়া পার্ক হয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষার্থীরা।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, “বায়তুল আকসা আমাদের প্রথম কিবলা। মুসলিম কমিউনিটিকে এই কিবলা রক্ষায় এগিয়ে আসতে হবে। পাশাপাশি প্রত্যেক মুসলিম দেশকে সব সেক্টরে ইসরায়েলের ওপর থেকে নির্ভরতা সরিয়ে স্বনির্ভর হওয়ার আহ্বান জানাই।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, “আনুষ্ঠানিকতা ও নিন্দা বিবৃতি অনেক দেখেছি আমরা; আর নয়। আমরা চাই, পুরো বিশ্বের সকল মুসলিম দেশ একত্রিত হয়ে অ্যাকশনে চলে যাক।
“আমেরিকা, ইসরায়েল ও ভারতের মত নরপিশাচদের কথা না বলে আমরা আমাদের মুসলিম বিশ্বকে জাগিয়ে তোলা দরকার। ইসরায়েলকে প্রতিহত করতে হলে পুরো মুসলিম বিশ্ব একত্রিত হতে হবে।”
শিক্ষকদের সমাবেশে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দীন বলেন, “ইসরায়েলের মানবতাবিরোধী অপরাধের মদদদাতা আমেরিকার জন্য আল্লাহর হেদায়েত কামনা করি। গণহত্যাকারী ইসরায়েলের কোনো পণ্য আমরা আর কিনব না। ইসরায়েল ও ইসলামের শত্রুদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করব।”
সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম, ট্রেজারার অধ্যাপক সাবিনা শরমিন, প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক।