যোগদানের তারিখ থেকে চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
Published : 25 Sep 2024, 06:08 PM
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক কাজী রফিকুল ইসলাম।
যোগদানের তারিখ থেকে চার বছর তিনি দায়িত্ব পালন করবেন বলে বুধবার শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানিয়েছে।
গণআন্দোলনে গত ৫ অগাস্ট আওয়ামী সরকার পতন ও অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর উপাচার্য, প্রক্টর, হল প্রাধ্যক্ষ ও ডিনদের অনেকেই পদত্যাগ করলে একরকম অভিভাবকহীন হয়ে পড়ে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়। সেসব পদে নিয়োগ দিচ্ছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
এরই মধ্যে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বরিশাল, জগন্নাথ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী, যশোর ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়সহ বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ পেয়েছেন।