মেলার সময় এক সপ্তাহ বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Published : 07 Jan 2025, 08:59 PM
বেসরকারি স্টামফোর্ড ইউনিভার্সিটির স্প্রিং ২০২৫ সেমিস্টারের ভর্তি মেলা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এক সপ্তাহ সময় বাড়ানোর কথা বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মেলা উপলক্ষে ভর্তি ফির ওপর ১০০ শতাংশ ও টিউশন ফির ওপর ১০ শতাংশ (প্রথম বছর) ছাড় চলছে। বিজ্ঞান, প্রকৌশল, আইন, ব্যবসায় শিক্ষা এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ১৪টি বিভাগে মোট ২৯টি প্রোগ্রামে ভর্তিচ্ছুরা এই ছাড় পাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়টির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে গত ২৬ ডিসেম্বর শুরু হয়েছে এই মেলা। ৮ জানুয়ারি পর্যন্ত মেলা চলার কথা শুরুতে বলা হলেও তা এক সপ্তাহ বাড়ানো হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলছে মেলা।
ভর্তি ও অন্যান্য বিস্তারিত তথ্য পেতে বিশ্ববিদ্যালয়টির তথ্য অফিস (অ্যাডমিশন অফিস) অথবা সরাসরি ০৯৬১৩-৬২২৬২২, +৮৮০১৩২১-১৪৩৬৩২ ও ০১৩২১-১৪৩৬৩৫ নম্বরে যোগাযোগ করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.stamforduniversity.edu.bd থেকে তথ্য পাওয়া যাবে।
আরও পড়ুন-