নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে শুরু হল কারখানা নির্মাণের কাজ।
Published : 29 Sep 2022, 10:51 PM
মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে সুইজারল্যান্ডভিত্তিক কনস্ট্রাকশন কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিকা বাংলাদেশের কারখানার নির্মাণকাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন এ কার্যক্রম উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঢাকায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শুয়ার, এমজিআই’র ডিরেক্টর তানজিমা বিনতে মোস্তফা, সিজা বাংলাদেশের কান্ট্রি হেড সঞ্জীবন রায় নন্দী উপস্থিত ছিলেন।