ফ্যান্টাসি কিংডমে হয়ে গেল চিত্রাঙ্কন প্রতিযোগিতা

দুই গ্রুপে অংশ নেয় ৮০০ শিক্ষার্থী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2023, 02:22 PM
Updated : 19 March 2023, 02:22 PM

ঢাকার আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে চতুর্থবারের মতো হয়ে গেল ‘পোলার আইসক্রিম ফ্যান্টাসি কিংডম মনের সুখে আঁকি’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

শনিবার অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দুই গ্রুপে ৪০০ জন করে মোট ৮০০ প্রতিযোগী অংশগ্রহণ করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড ও ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড আয়োজিত এ প্রতিযোগিতায় প্রতিটি গ্রুপ থেকে ১০ জনকে পদক (স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ), ক্রেস্ট, সনদ ও বই প্রদান করা হয়।

‘ক’ গ্রুপ  থেকে স্বর্ণপদক জেতে লিটন কুমার নাগ, রৌপ্য পদক পায় ঋষিত শীল ধৃতি এবং ব্রোঞ্জ পদক পায় অবিহা কাদের অরিসা।

আর ‘খ’ গ্রুপ থেকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক জেতে যথাক্রমে আনিশা হাসনাত, গাজী আয়েশা সিদ্দিকী ও ঋষভ শীল হৃদ্ধি।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন, অঙ্কন ও চিত্রায়ন বিভাগের অধ্যাপক ফরিদা জামান, ভাস্কর্য বিভাগের সহযোগী অধ্যাপক মুকুল কুমার বাড়ৈ, মৃৎশিল্প বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ পাল, চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদা জামান, একই বিভাগের ফ্যাশন ডিজাইনার হাবিব আক্তার পাপিয়া, ইউডা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রভাষক নাজমুল হক বাপ্পী, ক্যালিগ্রাফি শিল্পী মাহাবুব মোর্শেদ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনকর্ড এন্টারটেইনমেন্টের নির্বাহী পরিচালক (বিপণন) অনুপ কুমার সরকার, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এম মাহ্ফুজুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক (বিপণন) উজ্জল কুমার বসাক, ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (পোলার আইসক্রীম) হেড অফ মার্কেটিং (আব্দুল্লাহ আল মামুন), আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক সুরঞ্জন কুমার সাহা।