দেশের শীর্ষ মোবাইল আর্থিক সেবা নগদের মাধ্যমে দারাজে পেমেন্ট করে নগদ-দারাজের এক ক্যাম্পেইনের আওতায় আইফোন-১৫ জিতে নিয়েছেন নুসরাত ইয়াসমিন।
এছাড়া, মামুন শেখ ও জুলফিকার আলী একটি করে সিরিজ-৮-এর অ্যাপল ওয়াচও জিতেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানায়, সম্প্রতি বিজয়ীদের হাতে এই উপহার তুলে দেন নগদের হেড অব বিজনেস সেলস মোহাম্মদ মাহবুব সোবহান এবং হেড অব বিজনেস প্ল্যানিং, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, প্রাইসিং অ্যান্ড অ্যানালিটিক্স সিরাজুস সালেকিন।
মূলত, ডিজিটাল লেনদেনে দেশের মানুষকে আরও অভ্যস্ত করতে সারা বছরই বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চালায় নগদ। সেই ধারাবাহিকতায়, গত ১২ থেকে ২৪ সেপ্টেম্বর ক্যাম্পেইনটি পরিচালনা করে নগদ।
এই সময় দারাজ থেকে ন্যূনতম এক হাজার টাকা কেনাকাটা করলে ১৫ শতাংশ বা ১৫০ টাকা ক্যাশব্যাক পেয়েছিলেন নগদ গ্রাহকেরা। সেই সাথে, মেগা গিফট হিসেবে তিন জনের সামনে ছিল আইফোন-১৫ ও অ্যাপল ওয়াচ জেতার সুযোগ।
ওই ১৩ দিন প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেরা ১০ লেনদেন করা ক্রেতা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ পেয়েছিলেন। আর পুরো ক্যাম্পেইন সময়ে সেরা পেমেন্ট করা তিনজন ক্রেতা পেয়েছেন এই আইফোন ও অ্যাপল ওয়াচ।
নুসরাত ইয়াসমিন দারাজে ৩৪, ৫০০ টাকার কেনাকাটা নগদের মাধ্যমে করে আইফোনটি জিতেছেন।
নগদের চিফ কমার্শিয়াল অফিসার সিহাব উদ্দীন চৌধুরী বলেন, “আমরা সবসময় আরও বেশি ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে চাই। কারণ তাতে আমরা ক্যাশলেস সোসাইটির পথে চলতে পারব। সেজন্য আমরা পার্টনার প্রতিষ্ঠান দারাজের সাথে এই সফল ক্যাম্পেইন করেছি।”