সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে ওই পথে ট্রেন চলাচল শুরু হয় বলে জানান জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সেতাবুর রহমান।
Published : 04 May 2024, 09:52 PM
গাজীপুরের জয়দেবপুর জংশনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার শেষে ৩১ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শুক্রবার সকালে স্টেশনের দক্ষিণ আউটার সিগন্যালের ছোট দেওড়ার কাজীবাড়ি এলাকায় মালবাহী ও যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দুটি ইঞ্জিনসহ ১০টি বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার পর থেকে আপ লাইনে চলাচল বন্ধ ছিল। যার প্রভাব পড়ে সারাদেশে ট্রেন চলাচলের ক্ষেত্রে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার পর ক্ষতিগ্রস্ত বগি ও তেলের ওয়াগন উদ্ধার করা হয়।
সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে ওই পথে ট্রেন চলাচল শুরু হয় বলে জানান জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সেতাবুর রহমান।
তিনি বলেন, “প্রায় ৩১ ঘণ্টা পর ডাবল লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে।”
জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. হানিফ আলী জানান, টাঙ্গাইল কমিউটার ট্রেনটি সকাল ১০টা ৫০ মিনিটে জয়দেবপুর স্টেশনে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে যাত্রা করে। ট্রেনটি আউটার সিগনালে লাইন ক্রসিং করার সময় বিপরীত দিক থেকে আসা তেলের ওয়াগনবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি ট্রেনের ১০টি বগি লাইনচ্যুত হয়।
আরও পড়ুন:
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: কাজ শুরু করেছে তদন্ত কমিটি
গাজীপুরের দুর্ঘটনা: ট্রেনের সূচিতে গড়বড়, ভোগান্তি যাত্রীদের
১২ ঘণ্টায়ও উদ্ধার হয়নি গাজীপুরে দুর্ঘটনাকবলিত ট্রেন, পুলিশের জিডি
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: ৫ ঘণ্টা পর উদ্ধার কার্যক্রম শুরু
গাজীপুরে দুর্ঘটনা: ট্রেন চলাচল শুরু, বরখাস্ত ৩
গাজীপুরে ২ ট্রেনের সংঘর্ষ: জেলা প্রশাসন ও রেলের তিন তদন্ত কমিটি