কমিটির প্রধান জানান, এদিন সকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে তদন্তের বিষয়ে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে।
Published : 04 May 2024, 06:09 PM
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মতিউর রহমান জানান, শনিবার কমিটি কাজ শুরু করেছে।
তিনি জানান, এদিন সকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে তদন্তের বিষয়ে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে জয়দেবপুর স্টেশনের অদূরে উত্তরবঙ্গগামী তেলবাহী ট্রেনের সঙ্গে ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় টাঙ্গাইল কমিউটারের ৫টি বগি দুমড়েমুচড়ে যায়, দুটি ট্রেনের ইঞ্জিনসহ ১০টি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনের কর্মীসহ কয়েকজন আহত হন।
এ ঘটনায় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করে জেলা প্রশাসন। রেলওয়ের পক্ষ থেকেও দুইটি তদন্ত কমিটি করা হয়েছে।
জেলা প্রশাসনের গঠিত কমিটির প্রধান জানান, তারা শনিবার দুপুরে জয়দেবপুর জংশনে ট্রেন দুর্ঘটনার দিন কর্তব্যরত স্টেশন মাস্টার আবুল হাসেম, পয়েন্টস ম্যান সাদ্দাম ও মোস্তাফিজুর রহমানের সাক্ষাৎকার ও তাদের লিখিত বক্তব্য নিয়েছেন।
কমিটির প্রধান আরো বলেন, “পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি দুর্ঘটনাকবলিত টাঙ্গাইল কমিউটার ট্রেনের আহত যাত্রী শরীফ মাহমুদের সাক্ষাৎকার নেওয়া হয়।”
তবে এএলএম সবুজ হাসান ও এলএম মো. হাবিবুর রহমান উন্নত চিকিৎসার জন্য শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর হওয়ায় তাদের সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি।
এ সময় তার সঙ্গে ছিলেন কমিটির অন্য দুই সদস্য গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন ও জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো. হানিফ মিয়া।