রাজস্ব আহরণে ‘রাজনৈতিক অস্থিরতার চ্যালেঞ্জ’ দেখছেন এনবিআর চেয়ারম্যান

টিএসসিতে দুদিনের কর সেবা কার্যক্রম উদ্বোধন করেন তিনি; সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সেবা দেবে এনবিআর।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2023, 01:16 PM
Updated : 19 Nov 2023, 01:16 PM

রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্থ হওয়ার পর্যায়ে গেলে রাজস্ব আহরণ চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মু. রহমাতুল মুনিম।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুদিনের আয়কর রিটার্ন গ্রহণ ও সেবা প্রদান বুথ উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন কথা বলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) গেমস রুমে আয়কর রিটান গ্রহণ ও সেবা বুথ স্থাপন করা হয়েছে। এ কেন্দ্র পরিদর্শন শেষে এনবিআর চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বেলুন উড়িয়ে কার্যক্রমের উদ্বোধন করেন।

সেখানে সাতটি বুথ তৈরি করে আয়কর রিটার্ন গ্রহণ এবং রিটার্ন দাখিলকারীদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। টিএসসিতে দুদিনের এ কর সেবা সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেওয়া হবে।

উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুনিম বলেন, “রাজনৈতিক অস্থিরতা যদি এমন পর্যায়ে যায় যে অর্থনীতি বাধাগ্রস্থ হতে পারে, অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্থ হতে পারে, অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্থ হলে তো রাজস্ব আহরণ চ্যালেঞ্জের মধ্যে পড়বে।”

রাজনৈতিক দলগুলোর প্রতি অসহিষ্ণু আচরণ বন্ধে কোনও আহবান রাখবেন কি না এমন প্রশ্নের উত্তরে এনবিআর চেয়ারম্যান বলেন, “আমি তো রাজনৈতিক দলগুলোর প্রতি কোনও আহ্বান রাখতে পারি না।”

এসময় তিনি রাজস্ব আহরণের চ্যালেঞ্জ চিহ্নিত করে বলেন, ভ্যাটের ক্ষেত্রে চ্যালেঞ্জ হবে। কারণ ভোক্তাদের কেনাকাটা কমে যাবে। অস্থিরতা থাকলে বেচাকেনা কম হবে। এতে আমদানি কমে যাবে, যা আমদানি শুল্কে প্রভাব ফেলবে।

অপর এক প্রশ্নের উত্তরে এনবিআর চেয়ারম্যান বলেন, উন্নত দেশের আদলে আয়কর খাতকে রাজস্ব আহরণের প্রধান খাত হিসেবে গড়ে তুলতে কর জাল বাড়ানোর কার্যক্রম ব্যাপকভাবে সম্প্রসারণ করতে হবে।

তিনি বলেন, “আমরা স্বল্পোন্নত দেশ থেকে একটি উন্নয়নশীল দেশের কাতারে চলে গেলে আমাদের আমদানি শুল্কসহ অন্যান্য শুল্ক কমিয়ে আনতে হবে। অন্যান্য উন্নয়নশীল দেশের মতো আমাদেরও প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে।

“তখন আমাদের রাজস্ব আহরণের মূল ভিত্তি থাকবে আয়কর এবং ভ্যাট খাত। তাই প্রস্তুতির অংশ হিসেবে এখন থেকেই বিশেষ করে আয়করের নেট সম্প্রসারণ করতে হবে।”

Also Read: কর দিবসের আগে যে কারণে রিটার্ন দাখিল গুরুত্বপূর্ণ