এ নিয়ে টানা ১৯ বার সেরা রপ্তানিকারকের পুরস্কার পেল এই বাণিজ্য গ্রুপটি
Published : 16 Apr 2023, 07:01 PM
রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০১৯-২০২০ অর্থবছরের সেরা রপ্তানিকারকের পুরস্কার পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের পাঁচ প্রতিষ্ঠান। কৃষি প্রক্রিয়াজাত ও প্লাস্টিক পণ্য রপ্তানিতে ভূমিকা রাখায় এ শিল্প গ্রুপকে রপ্তানি পদক দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রাণ-আরএফএল গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের হাতে এসব রপ্তানি পদক তুলে দেন।
সর্বোচ্চ রপ্তানিকারক হিসেবে এ নিয়ে টানা ১৯ বার সেরা রপ্তানিকারকের পুরস্কার পেল প্রাণ-আরএফএল গ্রুপ।
২০১৯-২০২০ অর্থবছরের কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে তিনটি পুরস্কারই পেয়েছে প্রাণ। এ খাতে প্রাণ ডেইরী লিমিটেড স্বর্ণপদক, প্রাণ এগ্রো লিমিটেড রৌপ্য ও হবিগঞ্জ এগ্রো লিমিটেড ব্রোঞ্জপদক অর্জন করেছে।
প্লাস্টিক পণ্য রপ্তানিতে রৌপ্য ও ব্রোঞ্জপদক পেয়েছে যথাক্রমে আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেড ও বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেড।
প্রাণ ডেইরীর পক্ষে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, প্রাণ এগ্রোর পক্ষে নির্বাহী পরিচালক একেএম মইনুল ইসলাম মইন, হবিগঞ্জ এগ্রোর পক্ষে নির্বাহী পরিচালক অনিমেষ সাহা, ডিউরেবল প্লাস্টিকের পক্ষে নির্বাহী পরিচালক তৌকিরুল ইসলাম এবং বঙ্গ প্লাস্টিকের পক্ষে নির্বাহী পরিচালক মোহাম্মদ কাজী আব্দুল কাইয়ুম বাণিজ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “বিশ্বব্যাপী আমাদের পণ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়ায় এসব পদক পাওয়া সম্ভব হয়েছে। টানা ১৯ বার সেরা রপ্তানিকারক পদক প্রাপ্তিতে আমরা গর্বিত।”
১৯৯৭ সালে ফ্রান্সে পণ্য রপ্তানি শুরু করে প্রাণ-আরএফএল গ্রুপ। বর্তমানে বিশ্বের ১৪৫টি দেশে প্রাণ-আরএফএলের পণ্য পাওয়া যাচ্ছে।